শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় এমনি এমনি হয়নি : ওবায়দুল কাদের

আশরাফ চৌধুরী রাজু, সিলেট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় এমনি-এমনি হয়নি। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতকরাই সিদ্ধান্ত নিয়ে নৌকাকে ডুবিয়েছে। এ নিয়ে কেন্দ্রে অনেক অভিযোগ পড়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতেই আমরা সিলেটে এসেছি। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে শান্দি পেতে হবে। বিশ্বাসঘাতক কেউই রেহাই পাবেন না।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয় নিয়ে ওবায়দুল কাদের বলেন- সিটি নির্বাচনে নির্বাচন কমিশন পরীক্ষামূলকভাবে ইভিএম মেশিন ব্যবহার করেছে। এতে ভোটগ্রহণ যেমন সুবিধাজনক হয়েছে তেমনি গণনাও সহজ হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই ফলাফল জানা যাচ্ছে।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন- সিটি নির্বাচনের তিন সিটির একটিতে আপনাদের প্রার্থী বিজয়ী হয়েছে। তবে, ইভিএম নিয়ে এত কথা কেন? আপনারা আসলে কি চান?

ওবায়দুল কাদের আরো বলেন- ২০০১ সালের মত কোনো নির্বাচন এদেশে আর হবে না। তাই কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণ ভোট দিয়েই আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। কারচুপি করার ইচ্ছা থাকলে এই সিলেটে মেয়র পদে এত অল্প ভোটে পরাজিত হতে হত না। এটা শেখ হাসিনার নির্দেশ, অনিয়ম কারচুপি করে নির্বাচনে জয়ী হওয়ার কোন ইচ্ছা বা অভিলাষ আমাদের নেই।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামিম, খালিদ মাহমুদ চৌধুরী ও সদস্য অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়