শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০২:৫৬ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক সম্প্রসারণে ভারত প্রতিশ্রুতিবদ্ধ : বিমসটেক সম্মেলনে মোদি

ইমরুল শাহেদ: নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বলেছেন, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং শ্রীলংকার সঙ্গে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক (এনকেএন) সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে ভারত সরকার।

তিনি বলেন, ন্যাশনাল নলেজ নেটওয়ার্কের ডিজিটাল সংযোগের জন্য শ্রীলংকা, বাংলাদেশ, ভূটান এবং নেপালের সঙ্গে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’

ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক হচ্ছে স্টেট-অব-দি-আর্ট মাল্টি-গিগাবাইট প্যান-ইন্ডিয়া নেটওয়ার্ক। এটি এই অঞ্চলের বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জ্ঞানের আধার হিসেবে কাজ করবে।

মোদি বলেন, ‘আমরা সকলেই মাদক পাচার সমস্যা এবং সব জাতিই সন্ত্রাসের মোকাবিলা করছি। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে বিমসটেক কাঠামোর মধ্যে একটা কনফারেন্স করতে চাই।’

মোদি তার বক্তব্যে বলেন, ‘হিমালয় এবং বঙ্গোপসাগর এলাকার দেশগুলোতে প্রায়ই বন্যা, ঝড় এবং ভূমিকম্প হয়ে থাকে। এ কারণেও আমাদের মধ্যে মানবিক সহায়তার ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন।’

মোদি বুধবার বলেছেন, কাঠমুন্ডুর বিমসটেক সম্মেলনে ভারতের বঙ্গোপসাগর ইনিশিয়াটিভ প্রতিবেশি দেশগুলোর জন্য বড় ধরনের প্রাধান্য পেয়েছে এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বন্ধন আরো গভীর করবে।

দুই দিনের সফরে নেপাল যাত্রা করার সময় মোদি এক বিবৃতিতে বলেছেন, তিনি বাংলাদেশ, ভূটান, মিয়ানমার, শ্রীলংকা এবং থাইল্যান্ডের নেতাদের সঙ্গে সম্মেলনের ফাঁকে ফাঁকে কথা বলবেন। তার কথা বলার বিষয়বস্তু হলো ‘টুওয়ার্ডস এ পিসফুল, প্রোসপেরাস এ্যান্ড সাস্টেইনেবল বে অব বেঙ্গল রিজিয়ন’।

বিমসটেক একটি আঞ্চলিক গ্রুপ। এর মধ্যে রয়েছে, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভূটান এবং নেপাল। এই অঞ্চলে বিশ্বের ২২ শতাংশ মানুষ বাস করে। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়