শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩টি ধাপে ভেরিফাই করুন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

সারোয়ার জাহান: নীল রঙের চেকমার্ক বা ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চান? জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাপে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাই করার সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।এখন আপনার অ্যাকাউন্ট সঠিক বলে প্রমাণ করতে সেটি যাচাই করে নিতে পারেন।

দীর্ঘদিন ধরেই ইনস্টাগ্রামে ব্যক্তিগত ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতা করেছেন অনুসারীরা। এখন নীল রঙের একটি টিকচিহ্ন বসিয়ে নিজেদের প্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসেবে সেটি ইনস্টাগ্রাম যাচাই করে দেবে।

গত মঙ্গলবার ওই ব্যাজ পাওয়ার জন্য অপশন চালু করেছে ইনস্টাগ্রাম। আবেদনকারীর অ্যাকাউন্ট যাচাই করার ক্ষেত্রে অবশ্য কোনো মানদণ্ড বেঁধে দেওয়া হয়নি।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ভেরিফায়েড মানে একটি টিকচিহ্ন, যা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামের পাশে যুক্ত হবে।এর অর্থ হচ্ছে ইনস্টাগ্রাম ওই অ্যাকাউন্ট সঠিক ব্যক্তি, সেলিব্রেটি বা ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে নিশ্চিত করছে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করতে তিনটি সহজ ধাপ অনুসরণ করতে পারেন:

১. লগইন করে প্রোফাইলে গিয়ে ওপরের ডান দিকে থাকা তিন লাইনের বারটিতে চাপ দিন।

২. সেখান থেকে স্ক্রিনের নিচের দিকে সেটিংস অপশনে যান। সেটিংস থেকে স্ক্রল করে নিচের দিকে গেলে রিকোয়েস্ট ভেরিফিকেশন অপশনটি পাবেন।

৩. সেখানে আপনার পূর্ণ নাম লিখুন এবং ভেরিফিকেশনের জন্য ফটোই আইডি দিয়ে আবেদন করুন। এ ক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা সরকারের দেওয়া কোনো আইডি কার্ড ব্যবহার করতে হবে। এগুলো দিয়ে সাবমিট করলে তা পর্যালোচনা করবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ অবশ্য সতর্ক করে বলেছে, আবেদন করা মানেই অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ার বিষয়টি নিশ্চিত নয়। যদি আবেদন গ্রহণ করা বা বাতিল করা হয়, তবে তা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, কেভিন সিসট্রোম ও মাইক ক্রেইগার জনপ্রিয় এ ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে ৬ অক্টোবর এটি কিনে নেয় ফেসবুক।সূত্র : টেকক্রান্স/প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়