শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ১২:৫৩ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ার যে সড়ক দুর্ঘটনাটি বিস্মিত ও আতঙ্কিত করেছে সবাইকে (ভিডিও)

সজিব খান: কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় চোখের পলকে ঘটে যাওয়া হৃদয় বিদারক এক দুর্ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি বিস্মিত ও আতঙ্কিত করেছে সবাইকে। হৃদয় নাড়া দেয়া ওই ভিডিওতে একটি বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়তে দেখা যায় একটি শিশুকে। পরে সেই শিশুটিকে আর বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে মারা গেছে আট মাসের শিশুটি।

ভিডিওতে দেখা যায় একটি বাস দাঁড়িয়ে আছে সড়কে। আর বাসটি যে পাশে দাঁড়িয়ে আছে তার উল্টো দিক থেকে শিশু কোলে এক নারী রাস্তা পার হচ্ছিলেন। তিনি যখন রাস্তার অর্ধেক পার হয়ে বাসটির সামনে দিয়ে ফুটপাতে উঠবেন, ঠিক তখনই দাঁড়িয়ে থাকা বাসটি চালাতে শুরু করেন চালক। মুহূর্তের মধ্যেই বাসের ধাক্কায় কোল থেকে ছুটে রাস্তায় পড়ে শিশুটি। বাসটি না থেমেই চলে যায়, আর ওই নারী নিজেই রাস্তা থেকে শিশুটিকে তুলে নেয়। এর মধ্যেই আশপাশের মানুষজন ছুটে আসতে থাকে। কিন্তু ওই নারী শিশুকোলে বসে পড়েন রাস্তায়।

এরপর জড়ো হওয়া লোকজনের মধ্যে একজন শিশুটিকে কোলে নিয়ে দৌড়ে রাস্তার উল্টো দিকে গিয়ে একটি থ্রি-হুইলারে তুলতে দেখা যায়। এরপর শিশুটির মাকেও তাতে তুলে দেয় তারা।

ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেয়া হয়েছে সেখান থেকে। পরে শিশুটির অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় আনা হয়, কিন্তু শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো গেল না। আট মাসের এই শিশুটির নাম আকিফা

শিশুটির চাচা আবু বকর সিদ্দিক বিবিসিকে বলেন, মঙ্গলবার বেলা পৌনে বারোটার দিকে ঘটনাটি ঘটে।

"ঘটনাস্থলের কাছেই আমাদের বাসা। আকিফার মা রীনা তাকে কোলে নিয়ে এসেছিলো বাসে করে তাদের বাড়িতে যাওয়ার জন্য। বাসটি থেমে আছে দেখে সে হেঁটে রাস্তা পার হচ্ছিলো। কিন্তু প্রথম ধাক্কার পরেও বাচ্চার মা সামলে নিয়েছিলো। কিন্তু দ্বিতীয় ধাক্কায় আর হাতে ধরে রাখতে পারেনি।"

পরে শিশুটিকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।আকিফাকে বাঁচাতে কাল সারাদিন ও রাত ভর চেষ্টা চালানোর পর বৃহস্পতিবার ভোর নাগাদ সে মারা যায়।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ভিডিওটির সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভিডিওতে যা দেখা যাচ্ছে ঠিক সেটিই ঘটেছে। তবে এখনো বাসটি আটক করা সম্ভব হয়নি। সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়