শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ১১:৩৮ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭ দিন পর গণমাধ্যমের সামনে এলেন বিএনপি নেতা আমির খসরু

সাব্বির আহমেদ: নিরাপদ সড়ক দাবিতে ছাত্র আন্দোলনের সময় এক অডিও প্রকাশের জের ধরে অন্তরালে চলে যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রকাশ্যে এসেছেন।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশে বসে থাকতে দেখা যায়। ওই সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির অন্য সদস্যদের সঙ্গে আমির খসরুও উপস্থিত হন।

বেশকিছু দিন ধরে তাকে দলের কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছিল না। এরই মধ্যে সম্প্রতি সর্বদা দলীয় কর্মকাণ্ডে সক্রিয় বিএনপির এই নেতাকে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক কাজী শফিকুল ইসলামের সই করা চিঠি তার চট্টগ্রামের চকবাজারের ঠিকানায় পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে সর্বশেষ উপস্থিত ছিলেন আমীর খসরু। এরপর গুলশানে তিন দফায় দলের স্থায়ী কমিটির নেতারা বৈঠকে বসলেও তাতে আমীর খসরু যোগ দেননি।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে আমীর খসরুর বিরুদ্ধে মামলা করা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।

গত ৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ভাইরাল হয়। যা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বলে অভিযোগ উঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়