শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ১০:৩৩ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮১ শরণার্থী ও অভিবাসীকে মুক্তি দিতে থাইল্যান্ডকে এইআরডব্লিউর আহ্বান

লিহান লিমা: আটক শরণার্থী এবং অভিবাসনপ্রত্যাশীদের অতিসত্ত্বর মুক্তি দিতে থাইল্যান্ডকে আহ্বান জানাল মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য জানায়।

ভারতীয় গণমাধ্যম ইয়নের খবরে বলা হয়, মঙ্গলবার ভিয়েতনাম এবং কম্বোডিয়া থেকে ৫০ জন শিশুসহ ১৮১ জন শরণার্থী ব্যাংককের নোনথাবুড়ি প্রদেশে আসলে স্থানীয়রা অভিবাসন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। এরপর তাদের আটক করা হয়।

থাইল্যান্ডের অভিবাসন পুলিশ তাদের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশের অভিযোগ আনে। যদিও এদের মধ্যে অধিকাংশই জাতিসংঘ শরণার্থী সংস্থার শরণার্থী আইডি কার্ডধারী এবং অনেকেই অভিবাসন প্রক্রিয়ার মাঝামাঝি অবস্থানে আছেন।

এইচআরডব্লিউ জানায়, এদের মধ্যে ৭০ জনকে প্রাদেশিক আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিতাড়িত করা হতে পারে। সংস্থাটি সতর্ক করে জানায়, যদি তাদের আবার কম্বোডিয়া এবং ভিয়েতনামে পাঠানো হয় তবে এই শরণার্থীরা নির্যাতনের শিকার হবেন। সম্প্রতি ক্ষুদ্র নৃতত্ত্ব গোষ্ঠি মনটাগনারডসরা ধর্মীয় এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে ভিয়েতনাম থেকে কম্বোডিয়া হয়ে থাইল্যান্ডে পালিয়ে আসে।

‘এইচআরডব্লিউ’ এর এশিয়া বিষয়ক নির্বাহী ব্র্যাড অ্যাডামস বলেন, ‘৫০ জন শরণার্থী এবং অভিবাসী শিশুকে আটক করে থাইল্যান্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। শরণার্থী হিসেবে জাতিসংঘের নিয়মানুযায়ী এই পরিবারগুলোকে অতিসত্ত্বর মুক্তি দেয়া উচিত। ইয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়