শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০৬:১০ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে পাহাড় কাটা অব্যাহত (ভিডিও)

জাফর আলম,কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ বাহারছড়া শামলাপুর ঢালার মুখের পাহাড় কাটায় মেতে উঠেছেন একদল ভুমিদস্যু। কক্সবাজারের টেকনাফের বাহার ছড়া শামলাপুর ঢালার মুখের পাহাড় গুলো কয়েক শতাব্দীর ঐতিহ্য।

উখিয়ার মনখালী, ছেপট খালী, টেকনাফ বাহার ছড়ার শামলাপুর ঢালার মুখ, শিলখালী, জাহাজপুরা পাহাড় কাটা এখন নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্যেই চলছে পাহাড় নিধন।

কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় পাহাড়ি অঞ্চল হিসেবে খ্যাত শামলাপুর ঢালার মুখে পাহাড় কাটা অব্যাহত রয়েছে।

কখনো গভীর রাতে আবার ভোরের সূর্য উদয় হওয়ার আগে আবার কখনো দুপুর কিংবা বিকাল বেলা প্রকাশ্যে এমন কর্মকান্ড চলে আসছে।

প্রভাবশালীদের ভয়ে পাহাড় কাটার প্রতিবাদ করতে পারছেন না বলে জানিয়েছেন একাধিক সচেতন নাগরিক।

সুলতান আহমদ প্রকাশ কালু (৫০) শামলাপুর ঢালার মুখে একটি পাহাড় কেটে বিলীন করেছেন। এছাড়াও আরও কয়েকজন বসতি গড়ার জন্য পাহাড় কাটছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান,পাহাড় কাটা গুরুতর অপরাধ। জেনেও তা অব্যাহত রেখেছে ভুমিদস্যুরা। এভাবে পাহাড় কাটতে থাকলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে বলে জানান তারা।

এ ব্যাপারে কক্সবাজার দক্ষিন বনবিভাগের মনখালী বিট কর্মকর্তা ও শামলাপুর বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম পাহাড় কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়