শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০৪:৪৮ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ.কোরিয়ার সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ শুরুর কোনও কারণ নেই: ট্রাম্প

সান্দ্রা নন্দিনী: দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ যুদ্ধ খেলা শুরুর আর কোনও কারণ নেই বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক বিবৃতিতে একথা বলেন তিনি। উত্তর কোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সফর বাতিলের ঘোষণার কয়েকদিন পরই নিজের সঙ্গে দেশটির শীর্ষনেতা কিম জং উনের ব্যক্তিগত সম্পর্কের বিষয়েও আলোকপাত করেন ট্রাম্প।

যদিও মঙ্গলবারই দক্ষিণ কোরিয়ার সাথে মার্কিন সেনাবাহিনীর আপাতত কোনও গুরুত্বপূর্ণ যৌথ সামরিক মহড়া বাতিলের পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ম্যাটিস জানান, আগামী বছর বড় কোনও যৌথ মহড়ার পরিকল্পনা নেই। তবে, মহড়া বাতিলের কোনও পরিকল্পনাও এখনো সুনির্দিষ্ট নয়।

টুইটে হোয়াইট হাউজের বিবৃতি প্রকাশ করে ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয় সমাধানে চীনের ভূমিকা একেবারেই সহায়ক নয়। তিনি মনে করেন, চীন উত্তর কোরিয়াকে ব্যাপক চাপে রেখেছে। আবার একইসাথে দেশটিকে জ্বালানি, সার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে যথেষ্ট সহায়তাও দিয়ে যাচ্ছে। তাই চীনের এই ভূমিকা মোটেও সহায়ক নয়!

বিবৃতিতে বলা হয়, ট্রাম্প মনে করেন কিমের সঙ্গে তার সম্পর্ক খুবই উষ্ণ। আর তাই অযথাই বিশাল পরিমাণ অর্থ ব্যয় করে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথভাবে যুদ্ধ যুদ্ধ খেলার কোনও যৌক্তিকতা নেই। তবে, মার্কিন প্রেসিডেন্ট চাইলে যেকোন সময় দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথমহড়া শুরু করতে পারেন। আর তখন সেগুলো হবে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার উদাহরণ। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়