শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০৯:১১ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সুমন, দলীয় নেতা-কর্মীর সমর্থন

শাহানুজ্জামান টিটু : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে দলের প্রার্থী হতে চান মাহমুদুর রহমান সুমন। দলটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার আড়াইহাজার বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি সংসদ সদস্য প্রার্থী হতে চান বলে আবারো জানিয়েছেন। এ সময় সভায় উপস্থিত আড়াইহাজার বিএনপির নেতা-কর্মীরা মাহমুদুর রহমান সুমনের প্রার্থীতার ঘোষণাকে পুনরায় সমর্থন দেন।

প্রস্তুতি সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাবেক নেতা সুমন বলেন, তার সদ্য প্রয়াত বাবা বদরুজ্জামান খান খসরুর দেখানো ন্যায়নিষ্ঠ পথেই হাঁটতে চান তিনি। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় তাদের পাশে থাকতে চান। বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান বলে জানান তিনি। প্রসঙ্গত, বদরুজ্জামান খান খসরু ছিলেন বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা বিএনপির সভাপতি। নারায়ণগঞ্জ ও কেন্দ্রীয় বিএনপির জনপ্রিয় এই নেতার অনুপস্থিতিতে রাজনীতিতে ফের সক্রিয় হয়েছেন তার ছেলে সুমন।

এদিকে, আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন মাহমুদুর রহমান সুমন। সম্প্রতি স্থানীয় বিএনপির এক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সুমনকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি বদরুজ্জামান খান খসরুর ছোটভাই সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর নিজেও চাইছেন ভাতীজা (সুমন) নেতৃত্বে আসুক। গত ১১ জুলাই বদরুজ্জামান খান খসরুর মৃত্যুতে অভিভাবক হারান আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা। তবে এক মাসের মাথায় সব ক’টি গ্রুপের নেতাকর্মীরা একযোগে ঘোষণা দেন তাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না। মাহমুদুর রহমান সুমনকে আগামী দিনের নেতা হিসেবে বেছে নেন তারা। আর তরুণ এই নেতাকে কাছে পেয়ে স্থানীয় নেতাকর্মীরা দলের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে উৎসবমুখোর উদ্দীপনা নিয়ে অংশ নিচ্ছেন।

আড়াইহাজার থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-২ সংসদীয় আসন। এই আসনে বিএনপি-আওয়ামী লীগসহ বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশী নেতারা শুরু করেছেন আগাম জনসংযোগ। আড়াইহাজারে দলীয় অবস্থান এবং সমর্থকদের দিক দিয়ে বিএনপি বরাবরই শক্তিশালী। বদরুজ্জামান খান খসরু ছিলেন আড়াইহাজার বিএনপির প্রধান কাণ্ডারি। দলীয় নেতাকর্মীরা জানান, ১৯৯১ সালে বদরুজ্জামান খান খসরু আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান থাকাকালে তার আপন ছোটভাই আতাউর রহমান আঙ্গুরকে বিএনপির মনোনয়ন এনে দেন। যদিও তখন আঙ্গুর কোনোপ্রকার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। ১৯৯১ এবং ২০০১ সালে আঙ্গুর সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৮ সালের জাতীয় নির্বাচনে সংস্কারবাদী হওয়ায় আতাউর রহমান আঙ্গুরকে মনোনয়ন দেয়নি দলীয় হাই কমান্ড। এই নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান বদরুজ্জামান খান খসরু। কিন্তু সাবেক এমপি আঙ্গুরের বিরোধীতার কারণে ৮৭ হাজার ভোট পেয়েও আসনটি হাতছাড়া হয় বিএনপির। আসনটি চলে যায় আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাবুর দখলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়