শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০৮:৪১ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণীর জবানিতে উঠে এলো যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র

ডেস্ক রিপোর্ট : জীবিকার তাগিদে অনেক নারীই শ্রমিক হিসেবে পাড়ি জমান সৌদি আরবে। কেউ কেউ শেষ সম্বলটুকু পর্যন্ত বিক্রি করে দেন। এর পর সেখানে পৌঁছে দেখতে পান ভিন্ন চিত্র। তাদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ। এমন নির্যাতিত নারীদের সাময়িক আশ্রয় দিতে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে সেইফ হোম; কিন্তু নির্মম হলেও সত্য, সেই সেইফ হোমেও নিরাপদ নন তারা।সেখানেও যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন। এমন তিক্ত অভিজ্ঞতার গল্প উঠে এসেছে সম্প্রতি সৌদি আরবের সেইফ হোম থেকে ফেরা এক নারীর বর্ণনায়।

সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে এর প্রতিবাদে গত মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এক নারী আত্মহত্যার চেষ্টা করেন। কিটনাশক পানের আগে ওই তরুণী একটি
চিরকুট লিখেছেন। এতে তিনি সৌদি আরবের সেইফ হোমের দায়িত্বে থাকা বাংলাদেশ দূতাবাসের কয়েক কর্মীকে অভিযুক্ত করেন। ২৪ বয়সী ওই তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল আমাদের সময়ের কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন নিষ্ঠুর নির্যাতনের চিত্র।

এদিকে তরুণীকে নির্যাতনের ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ওই থানার এসআই কবির হোসেন। এতে সৌদিতে বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমের চার কর্মচারীকে আসামি করা হয়েছে। তারা হলেন লোকমান, ফারুক, গোলাম ও মেহেদী। নির্যাতিতা তরুণীকেও ওই মামলায় আত্মহত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিয়ে ঠিক হওয়ার পর পরই সৌদি আরবে পাড়ি জমানো ওই তরুণী আমাদের সময়কে বলেন, লাগেজটির জন্য পাঁচদিন ঘুরেছি। এরপরও লাগেজ ফেরত পাইনি। এতো কিছুর পর শেষ সম্বল হারানোয় আর কিছু মানতে পারিনি। তাই ভেবেছি আমি সব বলে দেব। আমি যদি মারাও যাই, তাতেও যেন অন্য মেয়েরা মুক্ত হতে পারে। তিনি আরও বলেন, সৌদি আরবে আড়াই বছর ছিলাম। এর মধ্যে সেইফ হোমে ১০ মাস। এ সময়ে আমার ওপর কী নির্যাতন হয়েছে সেটি বলে বোঝাতে পারব না। সেইফ হোমের ভেতরেও ধর্ষণ করা হতো। সেইফ হোমে কোনো মেয়ে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হতো। তাকে দেখাশোনার কথা বলে বের করে নিয়ে আবাসিক হোটেলে রেখে নির্যাতন করা হতো। সেইফ হোমে পাঁচ শতাধিক নারী থাকেন।
ভূক্তভোগী ওই তরুণী আরও বলেন, সেইফ হোমের পিয়নের দায়িত্ব পালনকারী বাংলাদেশ দূতাবাসের কর্মী মেহেদী হাসান, খাবারের দায়িত্বে থাকা মইনুদ্দিন ও লোকমান এবং চালক গোলাম ও ফাহাদ। এর মধ্যে দূতাবাসের কর্মকর্তা লোকমান মাঝেমধ্যে সেইফ হোমে এসে ‘ফুর্তি’ করে চলে যান। আর মেহেদী মেয়েদের সঙ্গে সেইফ হোমের ভেতরেই রাতে ঘুমান। দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের এসব বিষয় বললে তারা জানান, আমাদের কিছু করার নেই। মেহেদী সেখানকার নারীদের বলতেন, তোরা আমার কিছুই করতে পারবি না।

কান্নাজড়িত কণ্ঠে এই তরুণী বলেন, আমি দেশের প্রধানমন্ত্রীসহ সবার কাছে আকুতি জানাই তাদের যেন উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফিক আমাদের সময়কে বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই তরুণীকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এই তরুণী ২৭ আগস্ট ঢাকায় ফেরেন। সূত্র : আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়