শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০৬:১১ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারহীনতার সংস্কৃতি চললে অপরাধী সাহসী হয়ে ওঠে: নাসিমুন আরা হক

অদিত রায়হান: বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুবর্ণা আক্তার নদীকে মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে সাংবাদিক মহলে তৈরি হয়েছে ক্ষোভ এবং আতঙ্ক। প্রশ্ন উঠেছে, একজন সাংবাদিকের জীবনই যদি থাকে এমন অসহায়ত্ব এবং আতঙ্কে ভরাÑতাহলে সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা কতটুকু রয়েছে?

এ বিষয়ে নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেনÑএইভাবে চলতে থাকলে সাংবাদিকরা কিভাবে কাজ করবে? বিশেষ করে, নারী সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। এভাবে চলতে পারে না?

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেনÑবিচারহীনতার সংস্কৃতি চললে অপরাধী সাহসী হয়ে ওঠে। যে কোন অপরাধ সংগঠনে তারা সাহসী হয়। অতীত অপরাধের কঠোর শাস্তি না হওয়াতেই এমনটি হচ্ছে।

আমাদের মনে রাখতে হবে, সাগর-রুনীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যাকা-ের বিচার আজও হয় নি। যদি হতো তাহলে অপরাধীরা এতো স্পর্ধা দেখাতে পারতো না।

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেনÑদ্রুত তদন্ত করে এই হত্যাকা-ের বিচার করতে হবে। অপরাধীকে দিতে হবে কঠোর শাস্তি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেনÑআগামীকাল সকালে এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করা হবে।

পরিচিতি:সভাপতি, নারী সাংবাদিক কেন্দ্র/সম্পাদনা: রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়