শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০৬:০৭ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফ্রায়েড চকোলেট রাইস উইথ কনফ্লিক্ট অ্যান্ড পিস’

জয় প্রকাশ সরকার : যারা আমাকে অনেকদিন ধরে চিনেন, তারা জানেন যে আমি একজন রন্ধনশিল্পী। তবে আমি চেনা পথের শিল্পী নই। নিজে সৃষ্টি করি রান্নার নতুন পথ। এটাও অনেকেই জানেন। একটু আগে আমি যে খাবার খেলাম সেটা আমার আবিষ্কার। নাম, ‘ফ্রায়েড চকোলেট রাইস উইথ কনফ্লিক্ট এন্ড পিস’।

আমি জেনারেলি একবেলা খেয়েই বেঁচে আছি। রাতে বেশীরভাগ সময় পানীয় পান করেই শুয়ে পড়ি। তবে আজ খুব ক্ষুধা লাগলো। তো কী করা? কিচেনে গিয়ে দেখি কিচ্ছু নেই। শুধু পোলাওয়ের চাল আছে। দিলাম চুলায় বসিয়ে। রান্না হতে থাকুক। সেই ফাঁকে একটা কিছু আবিষ্কার করে ফেলবো। ভাত বসিয়ে দিয়ে ভাবছি আর ভাবছি। কোথাও কিচ্ছু নেই। না কিচেনে না ফ্রিজে। সব ফাঁকা। তাহলে উপায়?

আমার মতো একজন রন্ধনশিল্পী এসবে থেমে যেতে পারে না। ফ্রিজের এক কোনায় দেখি চারটা মিল্কবার পড়ে আছে। চকলেট মিল্ক বার। ইউরেকা! এগুলো দিয়েই চালাবো আজ।

ওগুলো সাথে নিয়ে রান্না ঘরে গিয়ে দেখি ভাত পুড়ে গেছে। তাতে ঘাবড়াইনি। ভাত না পুড়িয়ে আমি রান্নাই করতে পারি না। এটাই আমার স্টাইল।

চুলা থেকে ভাত নামিয়ে চকলেট মিল্কবার চারটাই দিয়ে দিলাম গরম ভাতে। কিছু সময় পর সেগুলো গলে ভাতের সাথে মিশে গেলো। কিন্তু খেতে গিয়ে দেখি ভাতের পোড়া গন্ধ আর স্বাদ। পোলাওয়ের চালের গন্ধ আড়ালে পড়ে যাচ্ছে। কী করা যায়?

হঠাৎই মাথায় বুদ্ধি এলো। দিলাম অল্প লবন। তাতে পোড়া স্বাদ অনেকটাই কমলো কিন্তু কিঞ্চিৎ তেতো হয়ে গেলো। আবারো মাথা খাটালাম। দিয়ে দিলাম এক মুঠো চিনি। ব্যাস কাজ হয়ে গেলো। তৈরী হয়ে গেলো ‘ফ্রায়েড চকোলেট রাইস উইথ কনফ্লিক্ট এন্ড পিস’। ফেসবুক থেকে।

পরিচিতি: সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়