শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০৪:৫৪ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মোবাইলে ডিজিটাল ঋণ ব্যবসায় নামছে গুগল

নূর মাজিদ : ভারতের আর্থিক খাতের প্রভাবশালী চারটি বৃহৎ ব্যাংকের সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছে গুগল। এর মাধ্যমে তারা এই ব্যাংকগুলোর আর্থিক লোন ভারতের মোবাইল ফোন ব্যবহারকারীদের হাতের মুঠোয় সহজেই পৌঁছে দিতে পারবে। বিশ্বের অন্যতম বৃহৎ ভারতের ডিজিটাল ফাইন্যান্স বাজারে বাৎসরিক লেনদেন প্রায় ১ লাখ কোটি ডলার। নতুন এই পদক্ষেপের মাধ্যমে গুগ্ল এই বিশাল বাজারে আনুষ্ঠানিকভাবে নিজেদের জড়িত করবে।

যে চারটি ব্যাংকের সঙ্গে গুগলের এই সাম্প্রতিক চুক্তি তারা হলো, এইডিএফসি, কোটাক মাহিন্দ্রা, ফেডারেল ব্যাংক এবং আইসিআইসিআই। গুগল প্লে সার্ভিসের মাধ্যমে এই ঋণ সুবিধা দেবার অ্যাপ ডাউনলোড করতে পারবেন ভারতের স্মার্টফোন ও ট্যাব ব্যবহারকারীরা।

সারা পৃথিবীতে ভারতেই প্রথম গুগল এ ধরনের পরিষেবা দিতে চলেছে। পরে অবশ্য অন্য নানা দেশেও তা চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।ভারতে ব্যাঙ্কিং ব্যবস্থার বিরাট একটা দুর্বলতা হল, 'ব্রিক অ্যান্ড মর্টার' মডেল বা ইট-কাঠ-সিমেন্টের ব্যাঙ্কিং শাখা এই বিশাল দেশে যথেষ্ট সংখ্যায় নেই।

আর সে কারণেই কোটি কোটি ভারতীয় এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেই পারেননি - বা খুললেও তার কোনও ব্যবহারই করতে পারেন না তারা।কিন্তু গত কয়েক বছরে মোবাইল ফোন-ভিত্তিক পেমেন্টস ব্যাঙ্কগুলো ভারতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটা বিপ্লব এনে দিয়েছে।

পেটিএম, ফোনপে, এয়ারেটল ব্যাঙ্কের মতো সংস্থাগুলো স্রেফ একটা মোবাইল অ্যাপের মাধ্যমেই এনে দিচ্ছে ব্যাঙ্কিংয়ের হাজারো সুবিধা।তবে এই সব পেমেন্টস ব্যাঙ্কে ঋণ চাওয়ার কোনও সুবিধা এতদিন ছিল না - কিন্তু সেই অভাবটাও এবার পূর্ণ করতে যাচ্ছে গুগল। বিবিসি/ ইকোনমিক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়