শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০৩:৫৭ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গফরগাঁওয়ে মুক্তিপনের আশায় শিশুকে গুম, খালাতো ভাইসহ আটক-৩

আঞ্চলিক প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল মঙ্গলবার ফাহিম হোসেন নামে ছয় বছরের এক শিশুকে গুমের চেষ্টা করে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে আপন খালাতো ভাই। ঘটনা ঘটে উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামে । ফাহিম স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ফাহিমের পারিবার জানায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সান্দিয়াইন গ্রামের প্রবাসী মফিজুল ইসলামের বাড়িতে তার ভায়রা ভাইয়ের ছেলে সাব্বির বেড়াতে আসে। এসময় দুই খালাতো ভাই ফাহিম ও ফুয়াদকে চকলেট কিনে দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর চকলেটসহ ফুয়াদকে বাড়িতে দিয়ে যায় খালাতো ভাইসাব্বির। তবে ফাহিম বাড়ি ফিরে না আসায় তাদের সন্দেহ হয় খালাতো ভাই সাব্বিরের উপর। কৌশলে রাতেই ফাহিমের স্বজনরা সাব্বিরকে মোবাইলে বাড়িতে ডেকে এনে আটক করে গফরগাঁও থানা পুলিশে খবর দেয়।

পুলিশ মঙ্গলবার রাত ৮টায় অভিযুক্ত সাব্বিরকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য মতে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ২টায় পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচুর নয়াপাড়া গ্রামের মোফাজ্জলের বাড়ি থেকে ফাহিমকে উদ্ধার করে। এ ঘটনায় আশ্রয়দাতা বাড়ির মালিক মোফাজ্জল ও চিলাকান্দা গ্রামের রফিকুলের ছেলে হারুনকে আটক করা হয়।

ফাহিমের মা আকলিমা বেগম বলেন,তার বাবা দীর্ঘদিন যাবত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অবস্থান করছে। দুষ্ট লোকের প্ররোচনায় সাব্বির খালাতো ভাই ফাহিমকে গুম করে টাকা আদায়ের পরিকল্পনা করছিল বলে মনে হয়েছে। এ ব্যাপারে ফাহিমের পরিবার তিনজনকে অভিযুক্ত করে গফরগাঁও থানায় অপহরণ মামলার প্রস্তুতি নিচ্ছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক তিনজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়