শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০৩:২১ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বরযাত্রীর গাড়ীর ধাক্কায় আহত শিশু ফারজানা মারা গেছে

মাহফুজ নান্টু: ও ফারজানারে তুই কই গেলিরে। কিয়ারে(কি জন্য) তুই গাঙ্গের পাড় গেলিরে। ও খোদারে তুমি আমার ফারজানারে ফিরাইয়া দিয়া যাও, ফারজানার বদলে আমারে লইয়া যাওরে। এমন মেয়ে হারা মায়ের আহাজারীতে ভারী হয়ে উঠেছে নগরীর কালিয়াজুড়ি পাক্কার মাথা এলাকার কবির হোসেনের বাড়ীতে। কবির হোসেন সড়ক দূর্ঘটনায় নিহত ফারজানার বাবা। মেয়ে হারিয়ে শোকে বিহ্বল বাবা কবির হোসেন। শোকে কোন কথাই বের হচ্ছিলো না বাবা কবির হোসেনের মুখ দিয়ে।

জানা যায়, গত পরশু মঙ্গলবার বিকেলে সাড়ে তিনটায় গোমতী নদীর বেড়ীবাদে বরযাত্রীবাহী গাড়ী বহরের একটি মাইক্রোবাস আরেকটিকে দ্রুত গতিতে ওভারটেকিংয়ের সময় বেড়ীবাদের পাশে দাড়ানো পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ফারজানা আক্তার (৭) কে ধাক্কা দেয়। এতে মারাত্বক আহত হলে স্থানীয়রা দ্রুত একটি হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে গত পরশু রাত ১০ টায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে গতকাল বুধবার বিকেল তিনটায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করে ফারজানা।

এদিকে আজ সন্ধ্যায় এ্যাম্বুল্যান্সে করে ফারজানার লাশ বাড়ীতে আসলে বদরপুর এলাকায় শোকের ছায়া নেমে আছে। ভাগ্নির এমন করুন মৃত্যুতে শোকে জ্ঞান হারিয়ে ফেলে ফারজানা দু মামা। ফারজানার শোকে কাতর হয়ে যায় ফারজানার খেলার সাথীরা। খেলার সাথীরা বারবার নিহত ফারজানার মুখ-গাল ছুয়ে দেখছিলো। ফারজানার মরদেহের উপর আছড়ে পড়ে খেলার সাথীরা শোকে চিৎকার করে উঠে। এ সময় উপস্থিত এলাকাবাসীর চোখেও পানি দেখা যায়।

স্থানীয় জানা যায়,গত মঙ্গলবার ফারজানা দুপুরের পরে স্কুল থেকে বাড়ী ফিরে খেলার সাথীদের নিয়ে গোমতীর পাড় আসে। এ সময় বরযাত্রীবাহী গাড়িবহরের পেছন থেকে সামনের মাইক্রোবাসটিকে ওভারটেকিং করতে গিয়ে বেড়ীবাদের পাশে দাড়ানো শিশু ফারজানাকে সজোরে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা আহত ফারজানাকে উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে ভর্তি করান। তবে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন আহত শিশু ফারজানার অবস্থা আশংকাজনক। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরে গতকাল বিকেলে ঢাকায় চিকিসাধীন অবস্থায় ফারজানা শেষ নি:শ্বাস ত্যাগ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়