শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০৩:১৭ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমলেশ চক্রবর্তী সম্মাননা পাচ্ছেন গোলাম কুদ্দুছ

রাজু আনোয়ার : কলকাতার অনীক নাট্যদল তাদের প্রতিষ্ঠাতা অমলেশ চক্রবর্তী স্মরণে ২০১৭ সাল থেকে চালু করেছে ‘অমলেশ চক্রবর্তী সম্মাননা পদক’। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা- নির্দেশক - চিত্রনাট্যকার অরুণ মুখার্জি, পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা চন্দন সেনের পাশাপাশি এ বছর এ সম্মাননা পাচ্ছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

দীর্ঘ চার দশক ধরে ‘প্রগতিশীল’ সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি দুই দেশের সংস্কৃতি বিনিময়ে ‘অসামান্য’ অবদানের জন্য গোলাম কুদ্দুছকে এ পদকের জন্য মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে অনীক নাট্যদল।

আগামী ২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কলকাতার তপন থিয়েটার মঞ্চে এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে এ পদক তুলে দেয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এ প্রসঙ্গে গোলাম কুদ্দুছ বলেন, এই পুরস্কার প্রাপ্তিতে আমার দায়িত্ব আরও বহুগুণ বেড়ে গেল। দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি দুই বাংলার মানুষের মধ্যে ঐক্য ধরে রাখার কাজে নিজেকে আরও বেশি নিয়োজিত করার চেষ্টা করবো।

প্রসঙ্গত, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গোলাম কুদ্দুছ বাংলাদেশ ও ভারতের নাটকের দলগুলো নিয়ে গঙ্গা-যমুনা নাট্যোৎসব, শচীন দেববর্মণ সঙ্গীত উৎসব আয়োজন করে আসছেন নিয়মিতভাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়