শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০৩:০৮ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগকে অগ্রগতি হিসেবে দেখছে বিএনপি, জামায়াত কোনো বাধা নয়

শাহানুজ্জামান টিটু : বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার লক্ষে যুক্তফ্রন্টের সাত দফা প্রস্তাবনা নিয়ে মতের ভিন্নতা থাকলেও খুব বেশি দুরত্ব নেই। এজন্য জামায়াতকে নিয়ে বা দলটিকে বাইরে রেখে ঐক্য গড়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে জামায়াতকে সিদ্ধান্ত নিতে হবে দেশস্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তারা অন্দর মহলে থাকবে, না প্রকাশ্যে থাকবে। কারণ জামায়াতকে নিয়ে বিএনপির কোনো দায় নেই। বরং বিএনপির সঙ্গে থাকাটা তাদের এখন দায় আছে। তাই বৃহত্তর ঐক্য গড়ার ক্ষেত্রে জামায়াত কোনো বাধা হবে না বলে মনে করেন বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। তারা মনে করেন, যুক্তফ্রন্টের সাত দফা আর বিএনপির জাতীয় ঐক্যের ডাক এবং সুষ্ঠু, অবাধ নির্বাচন ও দেশের সংকট থেকে উত্তরণে খুব বেশী দূরত্ব বা ফারাক নেই। সরকারের বাইরে থাকা রাজনৈতিক দলগুলো তাদের দাবির প্রশ্নে একমত হচ্ছে তাতে আশাবাদী হওয়ার মত। তবে ঐক্য গড়ার ক্ষেত্রে কোনো কারণে যদি এক প্লাটফর্মে আসা সম্ভব নাও হয়, সেক্ষেত্রে যুগোপৎ ও অভিন্ন আন্দোলন হতে কোনো বাধা থাকার কথা নেই।

সরকার জাতীয় ঐক্য প্রক্রিয়ায় বাধা দিচ্ছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাধা অতিক্রম করে জাতীয় ঐক্যের যে সূর্যোদয়ের আভাস দেখলাম তাতে আমরা আশাবাদী। যুক্তফ্রন্ট ও গণফোরাম ঐক্যবদ্ধ হওয়ায় সকল দেশপ্রেমিক মানুষের জাতীয় ঐক্য সৃষ্টি হবে বলে আশা করছেন মোশাররফ। বলেন, সেখানে এক ছাতার নিচে সবাই সেখানে ঐক্যবদ্ধ হবে। আওয়ামী লীগ যত ষড়যন্ত্র করুক, জনগণ যখন রাস্তায় নামবে তখন কোনো ষড়যন্ত্র টিকবে না। আমি আশা করি জাতীয় ঐক্যের যে উদ্যোগ নেয়া হয়েছে এটা আরো সম্প্রসারিত হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান বলেন, তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। যুক্তফ্রন্ট যে সাত দফা দিয়েছে সেখানে আমাদের দাবি সঙ্গে তাদের মিল রয়েছে। জামায়াতকে নিয়ে যে কথা বলা হয়েছে এটা কোনো সমস্যা না। মতের ভিন্নতা থাকতেই পারে। সবাই সবাইকে পছন্দ করবে এমনটা তো না। কারণ এই জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ ৮৬ ও ৯৬ সালে আন্দোলন করেছে। এরশাদের অধিনে ও তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনে গেছে। ফলে তাদের ক্ষেত্রে এটা জায়েজ অন্যদের বেলায় ঠিক না এটা না। বিষয়টি হচ্ছে দেশের বর্তমান প্রেক্ষাপটে দলগুলো বুঝতে পারছে তাদেরকে এক হতে হবে। বিএনপি বড় একটি রাজনৈতিক দল হিসেবে র্দীর্ঘদিন ধরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। জামায়াতকে নিয়ে যদি কোনো সমস্যা হয় এক প্লাটফর্মে আসা না যায় তাহলে একই দাবিতে যুগোপৎ আন্দোলন হতে পারে। এটা নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা না। তিনি বলেন, এখনই বলা যাবে না যে জামায়াত প্রশ্নে বৃহত্তর ঐক্য গড়া যাবে না বা হবে না।
দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মনে করেন, সাত দফা প্রস্তাবনায় জামায়াতের কারণে ঐক্য গড়ায় কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ সরকারের বাইরে দলগুলো উপলদ্ধি করতে পেরেছে একটা জায়গায় আসা দরকার। এক্ষেত্রে জামায়াতকে সিদ্ধান্ত নিতে হবে দেশ ও গণতন্ত্রের স্বার্থে তারা অন্দর মহলে থাকবে, না প্রকাশ্যে থাকবে। কারণ জামায়াতকে নিয়ে বিএনপির কোনো দায় নেই। বরং বিএনপির সঙ্গে থাকাটা তাদের দায় আছে। তাই বৃহত্তর ঐক্য গড়ার ক্ষেত্রে জামায়াত কোনো বাধা হবে না। আর ম্যাডাম কারাগারে যাওয়ার আগে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এসব বিষয় নিয়ে আরো আলোচনা হবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে পৌছানো যাবে বলে আমি মনে করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়