শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিটনেস না থাকায় গাড়ি ডোবায় ফেলে দিয়েছে হাইওয়ে পুলিশ

শারমিন করিম মুন্নি,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে যেসব যানবাহনের বৈধ কাগজ পত্র নেই ও মহাসড়কে চলাচলে নিষেধ সে সব যানবাহন আটক করা হচ্ছে। আটককৃত কয়েকটি কয়েকটি যানবাহন পানির ডোবায় ফেলে দেওয়া হয়েছে।

জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, বাড়ইপাড়া, সফিপুর বাসষ্টেশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে গত তিন দিনে শতাধিক ফিটনেসবিহীন অবৈধ যানবাহন আটক করেছে হাইওয়ে পুলিশ। এসব যানবাহনের মধ্যে রয়েছে লেগুনা ও সিএনজিসহ ব্যাটারি চালিত অটোরিক্সা। আটককৃত যানবাহন গুলো বঙ্গবন্ধু হাইটেক সিটির ভেতরে রাখা হয়েছে এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি সংলগ্ন মহাসড়কের পার্শ্ববতি একটি ডোবায় আটককৃত ১০/১৫ টি ফিটনেসবিহীন যানবাহন ফেলা দেয়া হয়েছে।

গাজীপুর জেলা লেগুনা মালিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ জলিল জানান, আমারা পুলিশের ডিউটির জন্য মালিক সমিতি থেকে ভাড়া ছাড়াই প্রতিদিন ৫০-৬০টি লেগুনা দিয়ে থাকি। এজন্য আমাদের নির্বিগ্নে মহাসড়কে চলাচল করতে দেয়। কিন্তু মহাসড়ক থেকে লেগুনা উঠিয়ে নেয়ার কোন নির্দেশ না দিয়ে হঠাৎ করেই পুলিশ অভিযানে নামে। যদি মহাসড়কে চলতে না দেয় তাহলে আমরা চালাব না। তিনি আরও বলেন লেগুনা এভাবে পানিতে ফেলার নিয়ম আছে কিনা তা আমার জানা নেই। তবে আটককৃত গাড়ীগুলো এভাবে পানিতে না ফেলে ড্যাম্পিং ষ্টেশনে পাঠিয়ে দিলেই ভাল হতো।

চন্দ্রা এলাকার দায়িত্বরত হাইওয়ে পুলিশের টিআই এসআই সাইদুল ইসলাম জানান, গতকাল ডিআইজি স্যার নির্দেশ দিয়ে গেছেন, সকল অবৈধ যানবাহন ধরে আটক করে খাদে বা পুকুরে ফেলে দিতে।

শালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা বলেন, ডিআইজি স্যারের নির্দেশে, যেসব গাড়ীর কাগজ পত্র সঠিক নেই ও মহাসড়কে চলাচল নিষেধ এমন গাড়ী আটক করা হয়েছে। আটককৃত যানবাহন যদি মালিক নিতে চায় তাহলে প্রতিটি অংশ খুলে খুলে নিতে পারবে। আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়