শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জাতীয় নির্বাচন অবাধ না হলে দেশে অস্থিতিশীলতা বাড়বে’

রফিক আহমেদ : গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ ও অংশগ্রহণমূলক না হয় তাহলে দেশে অস্থিতিশীলতা বাড়বে। দেশে আরেকটি জবরদস্তির নির্বাচন দেশের রাজনৈতিক ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ধংস করবে।

বুধবার গণসংহতি আন্দোলনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গত ১৬ বছরে গণসংহতি আন্দোলন রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক সব সংগ্রামের ক্ষেত্রেই তার সাধ্যের সবটুকু দিয়ে মানুষের পাশে থেকেছে, সংগ্রাম সংগঠিত করার চেষ্টা করেছে।

নেতৃবৃন্দ বলেন, টালবাহানা না করে সরকারকে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ গ্রহণের আহবান জানান। আর তা না হলে জনগণের মুখোমুখি হওয়ার পরিণতি অতীতের স্বৈরাচারী শক্তির মতো বর্তমান সরকারকেও বরণ করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই অনেকগুলো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে দেশের বিদ্যমান বিভাজনের রাজনীতি ও ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থা দেশকে আরও বিপদে ফেলে দিবে। কাজেই আগামী নির্বাচনকে অবাধ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচনকালীন সরকারের কাঠামো ও ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি অত্যন্ত আবশ্যক। আর এর উদ্যোগ সরকারকেই নিতে হবে।

নেতৃবৃন্দ স্বৈরাচারী দুঃশাসন মোকাবিলায় ঐক্যবদ্ধ হোন। মুক্তিযুদ্ধে জনগণের আকাক্সক্ষার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করুন-এই শ্লোগান নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধসহ জনগণের মুক্তিসংগ্রামের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক প্রদান করে। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, শ্যামলী শীল, মনিরউদ্দিন পাপ্পু, আবু বকর রিপন, জুলহাসনাইন বাবু, আরিফুল ইসলাম ও দীপক রায় প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়