শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে হারলে সহিংসতা বইবে: ট্রাম্প

লিহান লিমা: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা দল জয় লাভ করলে বামপন্থী সহিংসতা বইবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্রিশ্চিয়ান মন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি রিপাবলিকানরা কংগ্রেসে মধ্যবর্তী নির্বাচনে নিয়ন্ত্রণ রাখতে না পারে তবে ‘সহিংসতা’ ছড়িয়ে পড়বে। নিউইয়র্ক টাইমস সংবাদপত্র বৈঠকের একটি অডিও বার্তার সূত্র ধরে এই প্রতিবেদন প্রকাশ করে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, সোমবার ইভানঞ্জেলিকান নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে এক বৈঠকে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ধর্মীয় নেতাদের নিজ নিজ প্রভাব প্রয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনাদের অনুগত সবাই যেন ভোট প্রধান করে তা নিশ্চিত করুন। যদি এই নির্বাচন হাত ছাড়া হয়ে যায় তবে আপনারা যা পেয়েছেন সব হারাবেন।’ প্রেসিডেন্ট আরো বলেন, ‘যদি রিপাবলিকানরা কংগ্রেসে হেরে যায় তবে অতিসত্তর সবকিছু শেষ হয়ে যাবে। কংগ্রেসের ডেমোক্রেটরা আমরা যা করেছি সব শেষ করে দিবে এবং এটি তারা খুব দ্রুত এবং সহিংসতার সঙ্গে করবে। সহিংসতা সৃষ্টি হবে। অ্যান্টিফারা (ফ্যাসিবিরোধী) খুবই সহিংস।’

তবে হুট করে প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্রেটদের কেন সহিংস বলে মন্তব্য করলেন এ বিষয়ে কোন মন্তব্য করেন নি হোয়াইট হাউসের মুখপাত্র। অ্যান্টিফা বা ফ্যাসিবিরোধী বলতে বামপন্থী বিক্ষোভকারীদের উল্লেখ করা হয় । যারা কিনা ডানপন্থী আদর্শের বিরুদ্ধে লড়াই করেন এবং ডানপন্থীদের সঙ্গে প্রতিনিয়তই তাদের সংঘর্ষ বাধে। এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের শার্লটভ্যালিতে শ্বেতাঙ্গ-শ্রেষ্ঠত্ববাদীরা এক বামপন্থী প্রতিবাদকারীকে হত্যা করার পর ট্রাম্প এর জন্য ডানপন্থীদের সমালোচনা করতে অস্বীকার করেন এবং পরে উভয়দলকেই দোষারোপ করেন। বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়