শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০২:৪৩ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সরবরাহ বৃদ্ধিতে স্থির তেলের দর

নূর মাজিদ : মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বুধবার আন্তর্জাতিক বাজারে স্থির অবস্থানে চলে আসে অপরিশোধিত জ্বালানী তেলের মূল্য। ফলে, ইরান থেকে সরবরাহ কমে আসায় বাজারে তেলের মূল্য বৃদ্ধির যে শঙ্কা বিরাজ করছিলো তা অনেকটাই হ্রাস পায়। ইরানের ওপর কার্যকর হতে চলা নতুন মার্কিন নিষেধাজ্ঞা এবং দেশটি থেকে তেল রপ্তানি বন্ধে বিশ্বের বিভিন্ন দেশের ওপর মার্কিন চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে পুনরায় তেলের দর বৃদ্ধির সম্ভাবনা ছিল। তবে পরিস্তিতি নিয়ন্ত্রণে চলে আসে যখন টেক্সান সুইট ক্রুডের একটি বড় চালান মার্কিন সরকার আন্তর্জাতিক বাজারে সরবরাহ করে।

বুধবার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানী তেলের বাজারে লাইত/সুইট ক্রুডের দর মাত্র ৫ সেন্ট বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৬৮.৫৮ ডলারে এসে দাঁড়ায়। একই সময়, ব্রেন্ট ক্রুডের দর ৭৫.৯৫ ডলারেই স্থির থাকে। তবে সময়মতো মার্কিন সরকার নিজেদের মজুদ থেকে সরবরাহ না করলে অপরিশোধিত জ্বালানীর দর বৃদ্ধি প্রায় নিশ্চিত ছিল।

উল্লেখ্য, চলতি আগস্টে ইরান প্রতিদিন বিশ্ববাজারে প্রতিদিন ২৬ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানী তেল সরবরাহ করেছে। যা এপ্রিল মাসে ছিল দৈনিক ৩০ লাখ ব্যারেল। মার্কিন নিষেধাজ্ঞা এবং মিত্র দেশগুলোকে ইরানি তেল কিনতে মার্কিন অনুরোধ এবং চাপের প্রেক্ষাপটেই আন্তর্জাতিক বাজারে কমে এসেছে ইরানি তেলের সরবরাহ। ইরান ওপেকের তৃতীয় বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়