শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০২:০১ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মার্টফোনের বাজারে অ্যাপলকে ছাড়িয়ে হুয়াওয়ে, শীর্ষে স্যামসাং

লিহান লিমা: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে অ্যাপলকে ছাড়িয়ে গিয়েছে চীনের স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে। প্রতিবেদনে দেখা যায়, স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়া কোম্পানি স্যামসাং, দ্বিতীয় স্থানে আছে হুয়াওয়ে এবং তৃতীয় স্থানে অ্যাপল।

গ্রার্টনারের তথ্যানুযায়ী, চীনের স্মার্টফোন জায়ান্টটি এই বর্তমানে বাজারের ১৩.৩ ভাগের মালিক এবং এর প্রান্তিক বিক্রি ৪ কোটি ৯৮ লাখ। যা পূর্বের প্রান্তিকের চাইতে ৯.৮ ভাগ বেশি। এদিকে ২০১৭ সালের দুই প্রান্তিকে বাজারের স্যামসাংয়ের বাজার ১২.১ ভাগ থেকে ১১.৯ ভাগে নেমে এসেছে। অন্যদিকে শীর্ষ স্থান ধরে রেখে দ্বিতীয় প্রান্তিকে বাজারে স্যামসাংয়ের দখল ১৯.৩ ভাগ এবং এটি বিক্রি করেছে ৭ কোটি ২৩ লাখ ডিভাইস। এদিকে তৃতীয় স্থানে থাকা অ্যাপলের পর বাজারের ৮.৮ ভাগ শাওমির দখলে এবং অপোর দখলে আছে বাজারের ৭.৬ ভাগ।

১৯৯৭ সাল থেকেই চীনা টেলিকমিউনিকেশ কোম্পানি হুয়াওয়ে মোবাইল ফোন প্রস্তুত করে আসছে। অ্যান্ড্রয়েট স্মার্টফোন, ট্যাবলেট এবং পাওয়ার ব্যাংকের মত মোবাইল সামগ্রীর পর সম্প্রতি এটি স্মার্টওয়াচের মত অ্যান্ড্রয়েন-ওয়ার ভিত্তিক ডিভাইসের বাজারে প্রবেশ করেছে। ইয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়