শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৮, ০১:৫৯ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গারা অনেক হেরেছে, আর নয়: জাতিসংঘে কেট ব্লেনচেট

লিহান লিমা: বছরের পর বছর ধরে নৃশংসতার শিকার হওয়া রোহিঙ্গাদের আর হারতে না দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানালেন জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত ও অস্ট্রেলিয় অভিনেত্রী কেট ব্লেনচেট। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

নিরাপত্তা পরিষদে মিয়ানমার এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার সময় অস্কারজয়ী এই অভিনেত্রী বলেন, ‘আমি অনেক রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। তাদের গল্প নির্যাতন, নারীর প্রতি নির্মমতা আর প্রিয়জনকে চোখের সামনে হত্যা করার।’ এই বছরের মার্চে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের স্মৃতিচারণ করে কেট বলেন, ‘আমি একজন মা, যে সব শরণার্থী শিশুর সঙ্গে আমি দেখা করেছি তাদের চোখে আমি আমার সন্তানকে দেখেছি। প্রতিটি বাবা-মায়ের মাঝে আমি আমাকে দেখেছি। কিভাবে একজন মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে দেখতে পারে? এই অভিজ্ঞতা কিছুতেই আমাকে স্বস্তি দিচ্ছে না।’

কেট এই সময় নিরাপত্তা পরিষকে বাংলাদেশকে প্রয়োজনীয় সমর্থন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার পরিস্থিতি নিশ্চিত জোরদার করতে আহ্বান জানান। তিনি আরো বলেন ‘যে পরিস্থিতিতে তারা পালিয়ে এসেছে সেই পরিবেশে তারা ফিরতে পারে না। আমরা রোহিঙ্গাদের আগে অনেক হারিয়েছে। দয়া করে তাদের আর হারতে দিবেন না।’

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। নিহত হয় ২৪ হাজার বে-সামরিক নাগরিক। জাতিসংঘ রোহিঙ্গাদের ‘বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠি’ বলে উল্লেখ করে। সোমবার জাতিসংঘের প্রতিবেদনে গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের ৬ জেনারেলকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়। আনাদলু এজেন্সি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়