শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমের কারণে ইউএস ওপেন থেকে পাঁচজনের নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক : বছরের শেষ গ্র্যান্ডসøাম ইউএস ওপেন শুরু হয়েছে গত সোমবার। মৌসুমের এই শেষ গ্র্যান্ডস্লামকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। বিশেষ করে টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন মঙ্গলবার গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল খেলোয়াড়দের জীবন। এদিনের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এ কারণেই আসর থেকে নিজের নাম প্রত্যাজারের সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়।

বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের ৬০ নম্বর খেলোয়াড় জুলিয়েন বেনেতিয়াউ। চরম গরমের মধ্যে খেলেও এদিন তিনি জয় পেয়েছেন। কিন্তু গরমের তীব্রতা বর্ণনা করতে গিয়ে ফ্রান্সের এই খেলোয়াড় জানান, যারা এই গরমের মধ্যে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, তারা যেন বেঁচে গেছেন!

এ প্রসঙ্গে জুলিয়েনের ভাষ্য, ‘যারা এই গরমের মধ্যে না খেলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তারা সত্যিই সৌভাগ্যবান। এই গরমে দিনের মধ্যভাগে খেলা মোটেও উচিত নয়।’

এই গরমের মধ্যে খেলে মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছেন নোভাক জোকোভিচও। কিন্তু মার্টন ফুকসোভিচের বিপক্ষে ম্যাচ খেলার সময় বারবার বরফের তোয়ালে ব্যবহার করতে বাধ্য হয়েছেন সার্বিয়ান তারকা।

গরমে অন্যদের শারীরিক অবস্থার বর্ণনা করতে গিয়ে নোভাক জোকোভিচ বলেন, ‘এমনটা দেখা সত্যিই খুব দুঃখজনক।’ জোকোভিচের প্রতিপক্ষ ফুকসোভিচ জানালেন আরও ভয়ঙ্কর তথ্য। তিনি বলেন, ‘প্রতিটি পয়েন্টের পরই যেন আমি মরে যাচ্ছিলাম। টেনিসের জন্য এটা অনেক বেশি গরম। এটা খুব ভয়ঙ্কর।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়