শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক জোটের আকার বাড়াতে চায় আ.লীগ ও বিএনপি (ভিডিও)

হ্যাপী আক্তার : জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও আওয়ামী লীগ দু’পক্ষই ছোট দলগুলোকে দলে টেনে রাজনৈতিক জোটের আকার বাড়াতে চায়। এরই মধ্যে কিছু দল যুগপৎ আন্দোলনে ও নির্বাচনী জোটে যেতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন জোট নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন- ছোট দলগুলোর অংশগ্রহণ বড় দল দুটিকে সমর্থন জোগানো ছাড়া ভোটের মাঠে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান জোটের বাইরে থাকা প্রায় ১২টি দলের সঙ্গে যোগাযোগ করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। দলগুলো নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ অন্যান্য ক্ষেত্রেও বিএনপির সঙ্গে সুর মিলিয়েই দাবি জানিয়ে আসছে। তাই আন্দোলনের মাঠে দলগুলোকে পাশে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিএনপি।
বিএনপি বলছে, আওয়ামী লীগ জোটে নতুন করে কোন দল আসলেও জনগণের কাছে দলটির ভাবমূর্তি নেতিবাচক, যার পরিবর্তন অসম্ভব। আর আওয়ামী লীগ বলছে, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ভাবমূর্তি প্রমাণের চ্যালেঞ্জ গ্রহণ করুক।

২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা নির্দলীয় সরকারের দাবি করেছি। ৭টি বাম রাজনৈতিক দলগুলো একই দাবি করেছে। অন্যন্যা রাজনৈতিক ব্যক্তিরা ২০ দলে আসবে কিনা সেটা প্রধান বিষয় না। তারাও আলাদা করে জোট গঠন করতে পারে। আওয়ামীলীগ জোরজার করে বিভিন্ন দলকে দলে আনার চেষ্টা করতে পারে। কিন্তু জনগণের সামনে তাদের যে ভাবমূর্তি, তার কোনো পরিবর্তন আসবে বলে মনে করি না।

নির্বাচনী মাঠে দল টানার হিসেবে-নিকেশে পিছিয়ে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। অদূর ভবিষ্যতে বেশ কয়েকটি দলকে পেতে যাচ্ছে এই জোট।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অনেক রাজনৈতিক দল আমাদের সঙ্গে বৈঠক করেছে। তারা মহাজোটে আসতে সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা নির্বাচনের আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নিবো। নির্বাচনে বিএনপি আসুন। তখন প্রমাণ হবে জনগণ কার পক্ষে আছে আর কার পক্ষে নেই। কোন দলের ভাবমূর্তি বেড়েছে আর কমেছে তা নির্বাচনে প্রমাণ হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ব্যক্তিসর্বস্ব ছোট দলগুলোকে জোটে টেনে ভোটের মাঠে ফায়দা দেয়া নেওয়ার চেষ্টা করছে বড় দলগুলো। এই চেষ্টা খুব একটা ফলপ্রসূ হবে না বলে মনে করেন তারা।

রাজনৈতিক বিশ্লেষক তারেক শামসুর রহমান বলেছেন, যদি তারা নিজের মার্কা নিয়েও নির্বাচন করে জামানত হারানোর সম্ভাবনা শতভাগ। বড় দলকে রাজনীতিতে সঠিক রানীতি নেওয়ার ব্যাপারে ছোট দলগুলোর অবদান খুবই কম। ছোট দল গুলোর উদ্দেশ্য হচ্ছে, কোনো রকমের জোটবদ্ধ হয়ে সংসদের টিকিট নিশ্চিত করা।

রাজনৈতিক জোটে যুক্ত হয়ে ছোট দলগুলো স্বার্থসিদ্ধি ছাড়া রাজনীতিতে আর কোনো প্রভাব রাখতে পারছেনা বলে মনে করেন এই বিশ্লেষক। সূত্র : সময় টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়