শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ০৮:০৫ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিবাসনপ্রত্যাশী ঠেকাতে একসাথে কাজ করবে ইতালি ও হাঙ্গেরি

সান্দ্রা নন্দিনী: অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে এবার একযোগে কাজ করার অঙ্গীকার করেছে ইউরোপের অভিবাসননীতির কঠোর সমালোচক হিসেবে পরিচিত দুই দেশ ইতালি ও হাঙ্গেরি। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভাগ্যের অন্বেষণে আসা অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন কঠোর পদক্ষেপের কথা জানায় দেশ দু’টি।

এদিকে, দেশটির বন্দরগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন ইতালির উপ-প্রধানমন্ত্রী ম্যাত্তেও সালভিনি। যেখানে সমুদ্রপথেই বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী দেশটিতে ঢোকে। অন্যদিকে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সরকার সীমান্তপ্রাচীর তৈরি করেছে।

ওরবান জানান, আমরা ঐকমত্যে পৌঁছেছি যে অভিবাসন বর্তমানে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতালির সাথে মিলে আমরা আমাদের অভিবাসনবিরোধী বিষয়গুলো যৌথভাবে উপস্থাপন করবো। তিনি বলেন, হাঙ্গেরি দেখিয়েছে যে সীমান্তে অভিবাসনপ্রত্যাশী ঠেকানো সম্ভব। অপরদিকে, ইতালির নতুন সরকারও দেখিয়ে দিয়েছে কিভাবে ভূমধ্যসাগরের দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকানো যায়।

এছাড়া, সালভিনি ও ওরবান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ব্যাপক সমালোচনা করেন। সালভিনি বলেন, অভিবাসন ইস্যুতে ফ্রান্স যথেষ্ট সহায়তা করছে না। অন্যদিকে ওরবান জানান, ম্যাক্রোঁ ইউরোপে অভিবাসননীতি-সমর্থিত দলগুলোর নেতা হয়ে উঠেছেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়