শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ০৬:৪০ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহিংস আন্দোলনে বাধা নেই, সহিংস আন্দোলনে ব‍্যবস্থা নেয়া হবে: কাদের

আহমেদ জাফর: গণফোরাম-যুক্তফ্রন্ট, নাগরিক ঐক্যে, মিলে যে নবগঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠন করা হয়েছে,আগামী মাসে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করতে চায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অহিংস আন্দোলনে বাধা নেই, সহিংস আন্দোলন করলে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২৯আগস্ট) রাজধানী শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি বিএনপিকে বলতে চাই যে, ক্ষমতা কেন্দ্রীক যে ময়ুর সিংহাসনের স্বপ্ন দেখছেন তা অচিরেই তাসের ঘরের মতো ভেঙে যাবে।
যারা ৯ মাসে আন্দোলন করতে পারে নাই, তারা তিন মাসে কি ভাবে আন্দোলন করবে? জনগণ তাদের কথা কীভাবে বিশ্বাস করবে?

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গণহারে গ্রফতার করার আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যারা ইতিবাচক রাজনীতি করবে তাদের কে গ্রফতার করা হবে। কিন্তু যারা নির্বাচনকে কেন্দ্র করে নেতিবাচক রাজনীতি করবে এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়বে, আগে যাদের নামে মামলা আছে, এখন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে নির্বাচনকে সুষ্টু ভাবে সম্পন্ন করার জন্য তাদেরকে গ্রফতার করা হবে।

আওয়ামী লীগের রাজনীতি জনগণ কেন্দ্রীক উল্লেখ করে বলেন, শেখ হাসিনা উচ্চ ভোগবিলাস, ক্ষমতা কেন্দ্রীক রাজনীতির খোদ নেই যে বিএনপির তাসের ঘরের মতো আওয়ামী লীগ ভেঙে যাবে। শেখ হাসিনা ক্ষমতার জন্য রাজনীতি করে না, রাজনীতি করে জনগণ ভিত্তিক। জনগণের উপর ভিত্তি করেই আওয়ামী লীগ রাজনীতিতে অগ্রগামী।

নবগঠিত জাতীয় ঐক্যের নেতাদের উদ্দেশ্যে করে বলেন, আপনাদের প্রতি অনুরোদ থাকবে আন্দোলন করার দরকার নাই, আগামী নিার্বচন হবে সাবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। আর আন্দোলন করলে অহিংস আন্দোলন করবেন যাতে জনগণের জনমালের কোনো ক্ষতি না হয়। সহিংস আন্দোলন করলে জনগণের জানমাল রক্ষা করার জন্য সরকার ব্যবস্তা নিবে।

রাজধানী শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের ১৪ তলা আবাসিক ভবন নির্মাণের জন্য ৯১ কোটি টাকা বরাদ্দা করে দুই বছরের মধ্যে কাজ সমাপ্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়