শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ০৪:৪২ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে মার্কেটে সন্ত্রাসী হামলায় আহত ১০

মতিউর রহমান (ভান্ডারী), সাভার : সাভারে চাঁদার দাবিতে দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা রাসেল দেওয়ানের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে ১নং কলমা বাসষ্ট্যান্ডে এ হামলার ঘটেছে। এসময় ব্যবসায়ীদের সঙ্গে সন্ত্রাসীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সাভারের আড়াগাঁও এলাকার কামাল দেওয়ানের ছেলে যুবলীগ নেতা রাসেল দেওয়ানের নের্তৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলে প্রায় অর্ধশত যুবক লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে রাত সাড়ে ৭ টায় কলমা বাসষ্ট্যান্ডে আসে। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই অস্ত্রধারী যুবলীগ কর্মীরা বিভিন্ন দোকানপাটে হামলা ও লুটপাট চালায়। এঘটনায় মার্কেটের ব্যবসায়ী ও সাধারন মানুষ আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে। মুহুর্তের মধ্যে পুরো এলাকার দোকানপাটসহ সিএন্ডবি-আশুলিয়া সড়কে যানচলাচলও বন্ধ হয়ে যায়। বিষয়টি এলাকাবাসীদের মধ্যে জানাজানি হলে মার্কেট মালিক ও দোকান মালিকসহ স্থানীয়রা একত্রিত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। উত্তেজিত জনতা সন্ত্রাসীদের দুটি মোটরসাইকেল এবং রামদাসহ এক সন্ত্রাসীকে আটক করে গনপিটুনি দিলে বাকিরা পালিয়ে যায়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আটককৃত সন্ত্রাসী মেহেদী হাসানকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত মেহেদি পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ থানার উত্তর রংপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে পার্শবর্তী  খাগান এলাাকার সিটি ইউনির্ভাসিটির এলএলবি চুড়ান্ত বর্ষের ছাত্র বলে জানা গেছে।
ওয়াহেদ আলী মার্কেটের কলমা স্টীল এন্ড ফার্নিচারের মালিক রফিকুল ইসলাম বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা এলোপাথারি বিভিন্ন দোকানপাটে ভাংচুর ও লুটপাট চালায়। আমি ভয়ে দোকান বন্ধ করতে গেলে আমাকেও পিটিয়ে আহত করে তারা।
ওয়াজ আলী মার্কেটের মালিক মোঃ ইদ্রিস আলী বলেন, ১৫-২০টি মোটরসাইকেলযোগে যুবলীগ নেতা রাসেল দেওয়ানের নের্তৃত্বে সন্ত্রাসীরা আমার মার্কেটে হামলা চালায়। এসময় দোকানদারদের মারধর করে সন্ত্রাসীরা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ভাই ভাই মার্কেটের মালিক মোঃ হারুন অর রশিদ বলেন, ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাটের খবর শুনে আমরা ঘটনাস্থলে আসি। পরে এলাকাবাসীরা মিলে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তার পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা এক সন্ত্রাসীকে আটক করে পিটুটি দিয়েছে। এছাড়াও দুটি মোটরসাইকেলসহ হামলায় ব্যবহৃত রামদা এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
হামলার বিষয়ে যুবলীগ নেতা রাসেল দেওয়ান বলেন, এ বিষয়ে কিছুই জানিনা। জরুরী কাজে উত্তরায় আছি, বিষয়টি খোজ নিয়ে জানাতে পারবো।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, সন্ত্রাসী হামলার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসময় আহত অবস্থায় ধারালো অস্ত্রসহ এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও একটি রামদা জব্দ করা হয়েে

  • সর্বশেষ
  • জনপ্রিয়