শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ০৩:৫৫ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণাবলী শেখ হাসিনার মধ্যে প্রতিফলিত হচ্ছে’

রাজু আনোয়ার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের গুণাবলী উনার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে অনেকটাই প্রতিফলিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দেশ পরিচালনায় বঙ্গবন্ধু দক্ষতার পরিচয় দিতে পারেননি বঙ্গবন্ধুর বিরুপ সমালোচনাকারীরা এমন মন্তব্য করেন উল্লেখ করে মন্ত্রী বলেন, মাত্র সাড়ে তিন বছরে সক্ষমতার পরিচয় দিয়ে বঙ্গবন্ধু যুদ্ধ বিধস্ত দেশকে পুনর্গঠনের ক্ষেত্রে অনেক কাজ করে গেছেন।

জাতির পিতার অনুপস্থিতি সার্বক্ষনিকভাবে আমরা অনুভব করি উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য দৈনিক ১৮ ঘন্টা পরিশ্রম করছেন তিনি। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ একমাত্র বঙ্গবন্ধুর কন্যার পক্ষে সম্ভব।

বঙ্গবন্ধুর অধীনে চাকুরী করার সুযোগ এবং উনার কন্যা শেখ হাসিনার অধীনে মন্ত্রীত্ব করার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করছি বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেলমন্ত্রী মজিবুল হক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাবেক চীফ হুইফ আব্দুস শহীদ এমপি।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ইসহাক আলী খান পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু ছিলেন একজন বহুমাত্রিক দার্শনিক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়