শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ০৪:০৪ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার এশিয়া কাপের বাছাইপর্ব শুরু

স্পাের্টস ডেস্ক : মালয়েশিয়ায় ২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের বাছাইপর্ব। ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নিতে লড়বে ছয় দল।

এশিয়া কাপের ১৪তম আসরটি হবে ওয়ানডে ফরমেটে। ২০১৬ সালে সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরমেটে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবার ৫০ ওভারের ফরমেট বাছাই করা হয়েছে।

এশিয়া কাপের চূড়ান্ত পর্বে সরাসরিই খেলবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান আর আফগানিস্তান। বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান পড়েছে এক গ্রুপে। ভারত আর পাকিস্তানের গ্রুপে একটি জায়গা খালি রয়েছে। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া দলটি ঢুকবে এই জায়গায়।

২০১৮ সালের এশিয়া কাপ বাছাইপর্বে দল মোট ছয়টি। স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে রয়েছে হংকং, নেপাল, ওমান, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে এই বাছাইপর্ব। ফিকশ্চার অনুযায়ী খেলা হবে রাউন্ড রবিন লিগে। সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল। ফাইনালে বিজয়ী দল যোগ দেবে মূল আসরে।

বাছাইপর্বের এই ম্যাচগুলো আবার হবে টি-টোয়েন্টি ফরমেটে। একমাত্র সংযুক্ত আরব আমিরাতে আর নেপালের ম্যাচটি (তাদের ওয়ানডে স্ট্যাটাস থাকায়) হবে ওয়ানডে ফরমেটে। উদ্বোধনী ম্যাচটি হংকংয়ের কিনারা ওভালে, খেলবে স্বাগতিক মালয়েশিয়া আর হংকং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়