শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে বিএনপি নেতার রোষানলে মুক্তিযোদ্ধা সন্তান

আশরাফ চৌধুরী রাজু, সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জে বিএনপি নেতা শাহাব উদ্দিনের সন্ত্রাসী বাহিনী দ্বারা নির্যাতিত হচ্ছেন মুক্তিযোদ্ধা সন্তান আতাউর রহমান। তাই তার জানমালের নিরাপত্তা চেয়ে এক স্মারকলিপিতে উপজেলা প্রশাসন সহ সরকার ও প্রশাসনের দায়িত্বশীল মহলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৮ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেয়া এ স্মারকলিপির অনুলিপি সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ কোম্পানীগঞ্জ থানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট ও কোম্পানীগঞ্জ ইউনিট কমান্ডার বরাবরে দাখিল করা হয়।

অভিযোগে প্রকাশ, কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের মৃত আব্দুল বারীর ছেলে সাহাব উদ্দিন উপজেলা বিএনপির সভাপতি পদে অধিষ্ঠিত। রাজনৈতিক পদ-পদবী ব্যবহার করে স্থানীয় পুলিশ ক্যাম্প ও কাস্টমস এর প্রায় ৪০ একর জমি জবরদখল করে রেখেছেন তিনি। পাশাপাশি একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে পাথর কোয়ারী সহ এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকেন। চাঁদা না দিলে মামলা-হামলা দিয়ে নানাভাবে হয়রানী ও নির্যাতন তার নিত্যনৈমিত্তিক ব্যাপার। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা শাহাব উদ্দিন পাথর ব্যবসায়ী মুক্তিযোদ্ধা সন্তান আতাউর রহমানের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা না দেয়ায় গত ১৫ আগস্ট রাতে শাহাব উদ্দিন ও তার সন্ত্রাসীরা ভোলাগঞ্জ নতুন বাজার এলাকায় আতাউর রহমানের উপর সন্ত্রাসী হামলা চালায় এবং তাকে হত্যার চেষ্টা করে। এ সময় শাহাব উদ্দিন ও তার সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র সহ নানা ধরণের অস্ত্র ব্যবহার এবং প্রদর্শন করে। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে মুক্তিযোদ্ধা সন্তান আতাউর রহমান রক্ষা পেলেও তার পিছু ছাড়েনি শাহাব উদ্দিন। তার বিরুদ্ধে থানা পুলিশে একটি মিথ্যা অভিযোগ দাখিল করে তাকে প্রশাসন দিয়ে ক্রসফায়ার ও জেলে দেয়ার হুমকি দিচ্ছেন। এমতাবস্থায় মুক্তিযোদ্ধা সন্তান আতাউর রহমান-এর নিরাপত্তা চেয়ে এলাকাবাসী কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা-সহ সরকার ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর দেয়া স্মারকলিপি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে প্রশাসনের সবক’টি অফিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়