শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ০২:১৫ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে সম্মত ভারত-ভিয়েতনাম

নূর মাজিদ : চীনের প্রতিবেশী দুই দেশ ভিয়েতনাম এবং কম্বোডিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবার লক্ষ্যে দেশদুটি সফর করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এই সফরে তার মূল লক্ষ্য দেশদুটির সঙ্গে ভারতের বাণিজ্যিক এবং সামরিক বন্ধন ও সহযোগিতার ক্ষেত্র আরো উন্মোচন করা।

সফরের শুরুতেই সোমবার ভিয়েতনাম পৌঁছেন সুষমা স্বরাজ। এরপর তিনি মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফাম বিন মিন এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। সেখানে তারা বাণিজ্য, বিনিয়োগ, সমুদ্র সীমানার নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

সুষমা স্বরাজ মূলত দুই দিনের সফরে ভিয়েতনাম ভ্রমণ করছেন। আসিয়ান দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করবার প্রচেস্টার অংশ হিসেবেই সুষমার এই সফর, জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র রাভিশ কুমার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র তার টুইট বার্তায় জানান, চীনের প্রতিবেশী দেশগুলির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতার বন্ধন মজবুত করতে আগ্রহী ভারত। ইতোপূর্বে, সোমবার হ্যানয় শহরে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলন শীর্ষক এক কনফারেন্সে ভাষণ দেন সুষমা স্বরাজ। সেখানে তিনি বলেছেন, ভারত এবং ভিয়েতনাম শুধুমাত্র ভারত মহাসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশ নয়, একইসঙ্গে আমরা উভয়দেশই শান্তি ও সমৃদ্ধির পথে চলতে আগ্রহী। এসময় সুষমা জানান, ভারত মহাসাগর এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আগ্রহী ভারত। দ্য এশিয়ান এজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়