শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আক্কেলপুরে ২৫ ঘন্টা চেষ্ঠার পরও শিশুকে উদ্ধার করতে ব্যর্থ ফায়ার সার্ভিস

সফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে সোমবার দুপুরে পৌর এলাকার শ্রীকৃস্টপুর গ্রামে তুলশীগঙ্গা নদীতে গোসল করতে নেমে মিশু নামের (৫) বছরের এক শিশু নিখোঁজ হন।

এ ঘটনায় স্থানীয়রা শিশুটির সন্ধান করতে না পেরে দারস্থ হন আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপর। তারা সহ রাজশাহী থেকে ২জন ডুবুরী এনে সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অনুসন্ধান করে নদীতে ডুবে যাওয়া শিশুটির। অনুসন্ধানকারী দল রাতে অনুসন্ধান স্থগিত করে পুনরায় মংগলবার সকাল থেকে অনুসন্ধানের কাজ শুরু করেন। বেলা সোয়া ১টা পর্যন্ত শিশুটির সন্ধান না পেয়ে তাদের অনুসন্ধান কার্যক্রম স্থগিত ঘোষনা করেছেন।

অনুসন্ধান স্থগিতের বিষয়টি আক্কেলপুর ফায়ারা সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল নেতা লোকমান হোসেন নিশ্চিত করেছেন। সোমবার দুপুর থেকে এখন পর্যন্ত শিশুটির পিতা মাতা ও স্বজনরা সহ আশেপাশের গ্রামের লোকজন তুলশীগঙ্গা নদীতীরে অপেক্ষা করছেন তাদের সন্তানের খোঁজে।

সোমবার ২৭ আগষ্ট দুপুর সাড়ে বারটার সময় পৌরএলাকার শ্রীকৃষ্টপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে মিশু (৫) সহপাটি- আপেল ও ঝড়না বেগমের সাথে বাড়ির অদুরে তুলশী গঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে যান বলে এলাকাবাসী সুত্রে প্রকাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়