শিরোনাম
◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ: ওবায়দুল কাদের ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ০১:৪৫ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুইমারাতে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনের(ঢাকা মেট্রো-ব-১৫-২৬৩০)সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইবনে সিনা হারবাল ন্যাচারাল কোম্পানির মাটিরাঙ্গা উপজেলার বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে।।নিহত ব্যক্তির নাম মো.আল আমিন (৩৩)।সে পটুয়াখালীর দক্ষিন দিঘাই গ্রামের কেরামত আলীর ছেলে।পরিবারের দুই ভাইবোনের মধ্যে সে বড়।মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১০টার দিকে জেলার গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।দ্রুত গতি সম্প্ন্ন বাসটির সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী আল আমিন ঘটনাস্থলেই নিহত হয়।এসময় তাকে বহনকারী মোটর সাইকেলটি দুমড়ে মুসড়ে যায়।

এসময় স্থানীয়রা মো.আল আমিন-কে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।লাশ মাটিরাঙ্গা উপজেলা থানা হাসপাতাল থেকে গুইমারা থানা পুলিশ হেফাজতে রয়েছে।চালক পলাতক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. গিয়াসুদ্দিন বলেন, বাসটিকে আটক করা হয়েছে।অভিযোগ পেলে মামলা হবে।ময়না তদন্তের জন্য আইনি কার্যক্রম চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়