শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ১২:১২ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রী নিরাপত্তায় সেফটি টুলকিট চালু করলো উবার

ফাহিম ফয়সাল : বিশ্বের সর্ববৃহৎ অন ডিম্যান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার বাংলাদেশে যাত্রীদের নিরাপত্তার জন্য সেফটি টুলকিট চালু করেছে। এই অপশনের মাধ্যমে যাত্রীরা উবারের সব সেফটি ফিচার সহজেই খুঁজে পাবেন অ্যাপের একটি নির্দিষ্ট স্থানে।

মঙ্গলবার (২৮ আগস্ট) এ ফিচারটি চালু করেছে উবার।

এ বছরের মে মাসে ফিচারটি সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হয়। যুক্তরাষ্ট্রে চালু হবার মাত্র কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে উবারের এই ফিচারটি চালু হলো।

উবার জানিয়েছে, চালক ট্রিপ নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপের হোম স্ক্রিনে ভেসে উঠবে সেফটি টুলকিট অপশনটি, যা ট্রিপ শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে। এ ফিচারের মাধ্যমে যাত্রীরা সেফটি টিপসগুলো দেখতে পারবেন। উবারের ইনস্যুরেন্স সুবিধা এবং কমিউনিটি গাইড লাইনস সম্পর্কে জানতে পারবেন। এছাড়া, ট্রাস্টেড কন্ট্যাক্টসের মাধ্যমে যাত্রীরা তার ঘনিষ্ঠ পাঁচজন ব্যক্তির সঙ্গে নিয়মিতভাবে ট্রিপ শেয়ার করার অপশন পাবেন। এছাড়া যাত্রীরা প্রয়োজন অনুযায়ী ট্রিপ শেয়ার সেটিংস ঠিক করতে পারবেন। ট্রিপ শেয়ারিং সেটিংসের মধ্যে থাকছে সব ট্রিপ শেয়ার। শুধু রাতের ট্রিপ শেয়ার না করার অপশন আছে। যাত্রী গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সব খবরাখবর জানতে পারবেন তার কাছের মানুষজন। এছাড়া, ইমারজেন্সি বাটনে সরাসরি ৯৯৯-এ কল করার সুযোগ পাবেন।

বাংলাদেশে সেফটি টুলকিট চালু করার বিষয়ে উবারের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর শচীন কানসাল বলেন, ‘উবারে যাত্রী ও চালকদের নিরাপত্তার বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। সে লক্ষ্যে আমরা প্রযুক্তির ব্যবহার করে তাদের নিরাপত্তাজনিত বিষয়গুলো সমাধানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বাংলাদেশের হাজার হাজার যাত্রীদের জন্য সেফটি টুলকিট চালু করা আমাদের এই প্রচেষ্টারই অংশ। সেফটি টুলকিটের অন্যতম ফিচার ট্রাস্টেড কন্ট্রাক্টস। এই ফিচারটির সাহায্যে যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের সব ট্রিপ অথবা বাছাইকৃত কিছু ট্রিপের সম্পর্কে তাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের জানাতে পারবেন। যাত্রীদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে সেফটি টুল কিটটি। এ বছরের মে মাসে ফিচারটি সর্বপ্রথম যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়