শিরোনাম

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০২ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে মিয়ানমার যাওয়ার ঘোষণা ব্রিটিশ পরররাষ্ট্রমন্ত্রীর

লিহান লিমা: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর দেশটিতে সফরের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। রোহিঙ্গা শরণার্থীদের ওপর নৃশংসার উত্তর খুঁজতে এই সফরে যাবেন তিনি।

জাতিসংঘের প্রতিবেদনে নির্বিচারে হত্যা, ধর্ষণ এবং নির্যাতন চালানোর জন্য দেশটির ৬ জেনারেলকে গণহত্যার অভিযোগে বিচারের মুখামুখি করার কথা বলা হয়। এই প্রতিবেদন প্রকাশের পর টুইট বার্তায় জেরেমি হান্ট বলেন, ‘রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন পীড়াদায়ক। যারা এই ধরনের সহিংসতা চালিয়েছে তাদের লুকানোর কোন স্থান নেই। খুব শীঘ্রই এর উত্তর খুঁজতে বার্মা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদের চেয়ারম্যান মাজুকি দারুসমান সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ মানুষের জীবন, স্বাধীনতা এবং অধিকারের ওপর সেনাবাাহিনীর এমন হস্তক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের।

এদিকে জাতিসংঘে ব্রিটেনের রাষ্ট্রদূত কারেন পিয়ারসে মিয়ানমারের ৬ জেনারেলকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া নিয়ে সন্দেহ পোষণ করে বলেন, ‘রাশিয়া এবং চীন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিষয়ে ভিন্ন ধারণা পোষণ করে, আশঙ্কা করছি তারা বিষয়টি মেনে নেয়া ব্যতীত নিরাপত্তা পরিষদের জন্য কোন পদক্ষেপ নেয়া কঠিন হবে।’ ফোর্সেস, আনাদলু এজেন্সি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়