শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০২ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুশরা মানেকার সাবেক স্বামীর কাছে ক্ষমা না চাওয়ায় পাক পুলিশ কর্মকর্তা বদলি

 

ইফ্ফাত আরা: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা মানেকার সাবেক স্বামী খওয়ার মানেকার গাড়ি পুলিশি চেক পয়েন্টে থামিয়ে দেন একজন পাকিস্তানি কর্মকর্তা। পরবর্তীতে এ কারণে তাকে ক্ষমা চাইতে বলায় তিনি নাকচ করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে বদলি করা হয়েছে।

পুলিশের এক সূত্র থেকে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকপাত্তান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) রিজওয়ান গোন্ডাল এবং তার দলের পুলিশ কর্মকর্তারা ২৩ আগষ্ট পুলিশি চেক পয়েন্টে খওয়ার মানেকার গাড়ি থামানোর চেষ্টা করেন, কিন্তু তিনি থামেন না। পরবর্তীতে পুলিশ কোনো একভাবে গাড়ি তার গাড়ি থামিয়ে দেয়। পুলিশের সুত্রটি আরও জানিয়েছে, খওয়ারের গাড়ি আটকানোর পর তিনি পুলিশ কর্মকর্তাদের নিকট নির্যাতনের স্বীকার হন।

এদিকে ২৭ আগষ্ট, পাঞ্জাবের প্রাদেশিক সরকার রিজওয়ান গোন্ডালকে খওয়ারের নিকট ক্ষমা চাইতে বলে। কিন্তু তিনি এ আদেশ পালন না করে, উল্টো বলেন খওয়ারকে থামিয়ে তিনি কোনো ভুল করেননি। পরবর্তীতে এ জন্য তাকে বদলি করা হয়েছে। এদিকে পুলিশের সূত্রটি আরও জানিয়েছে, খওয়ারের কাছে যে ক্ষমা চাইবেননা এ সিদ্ধান্তের বিষয় গোন্ডাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুযদারের কাছেও জানিয়েছেন। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়