শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ১১:৩১ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ সেপ্টেম্বর থেকে শুরু অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)। নেত্রকোনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনূর্ধ্ব-১৭ বছরের কিশোর-কিশোরীদের শারীরিক, মানষিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলা। প্রথম পর্যায়ে উপজেলা ও থানা ভিত্তিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে জেলা ও সিটি কর্পোরেশন, তৃতীয় পর্যায়ে বিভাগ এবং ৪র্থ ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলা।

মঙ্গলবার টুর্নামেন্ট উপলক্ষে গঠিত জাতীয় কমিটির সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহ উদ্দিন, ক্রীড়া সংগঠক মোঃ হারুনুর রশীদ, বাদল রায় ও শেখ আসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

টুর্নামেন্ট উপলক্ষে আগামী ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগোও উম্মোচন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়