শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৯:১৪ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদক কেড়ে নেয়া হলো ভারতীয় অ্যাথলেটের

স্পোর্টস ডেস্ক: পদক জয়ের আনন্দে পুরো ভারত উদ্বেলিত হয়ে উঠেছিল। ১০ হাজার মিটারের দূর পাল্লার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতীয় অ্যাথলেট গোবিন্দন লক্ষ্মণ। জাকার্তা থেকে এশিয়ান গেমসে পদক জয়ের খবরে আনেন্দর ঢেউ বয়ে যায় পুরো ভারতেই; কিন্তু সেই আনন্দ নিমিষে বিষাদে রূপ নিতে সময় লাগেনি। সামান্য ভুলের কারণে কেড়ে নেয়া হয় তার সেই পদক।
ব্রোঞ্জ পদক জয়ের কারণে এশিয়ান গেমস অ্যাথলেটিক্সে ভারতের হয়ে দু’দশকের খরা কাটানোর সুখবর দিয়েছিলেন গোবিন্দন। কিন্তু ২৪ ল্যাপের দীর্ঘ পরিক্রমায় একবার মাত্র ট্র্যাকের বাইরে পা ফেলার অপরাধে দৌড় থেকে বাতিল করা হয় ভারতীয় অ্যাথলেটকে।
১৯৯৮ সালে ব্যাংকক এশিয়ান গেমসে ভারতের গুলাব চাঁদ ১০ হাজার মিটারে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সে থেকে গত দুই দশক এই ইভেন্টে ভারত কখনও আর সাফল্য পায়নি। স্বাভাবিকভাবেই গোবিন্দন ২৯ মিনিট ৪৪.৯১ সেকেন্ডে তৃতীয় স্থানে থেকে রেস শেষ করার পর আনন্দের বন্যা বয়ে যায় ভারতীয় শিবিরে। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স কমিটির নিয়মাবলির ১৬৩.৩ বি ধারা অনুযায়ী বাতিল করা হয় লক্ষ্মণের পদক।

ভিডিও রিপ্লে’তে দেখা যায় গোটা দৌড়ে একবার মাত্র ভারসাম্য বজায় রাখতে না পেরে ট্র্যাকের বাইরে পা দিয়ে ফেলেছিলেন গোবিন্দন। ক্রিকেটে এরকম নো-বল হলে থার্ড আম্পায়ার নিশ্চিতভাবে জুম-ইন করে দেখত ক্রিজের ভেতরে বোলারের পায়ের কোনও অংশ রয়েছে কি না।

কিন্তু অ্যাথলেটিক্সে সে সুযোগ নেই। এমন ছোট্ট একটা ভুলের জন্য ভারতীয় অ্যাথলেটের গোটা দৌড়ই বাতিল করে দেওয়া হলো। যদিও এর প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অ্যাথলেটিক্স এসোসিয়েশন। তবে তাদের প্রতিবাদ ধোপে টেকেনি। আইএএএফ তাদের সিদ্ধান্তে অনড় থাকে। ফলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অর্জন করা ভারতের ঐতিহাসিক ব্রোঞ্জ পদকটি হাতছাড়া হয়ে গেলো। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়