শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তোফায়েল আহমেদের

আহমেদ জাফর: আন্দোলনের নামে জোট বেঁধে বিশৃঙ্খলা করলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে বলে হুশিয়ারী দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (২৮আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, সবার গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার। কিন্তু কেউ যদি আন্দোলনের নামে জোট বেঁধে বিশৃঙ্খলা করে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ড. কামাল হোসেন ও বি. চৌধুরীর, যুক্তফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ বিএনপির নেতারা। তাদের লক্ষে জাতীয় ঐক্য গঠন করে সরকার বিরুধী আন্দোলন করা। এ বিষয় উল্লেখ করে বলেন,আজকের খবরের কাগজে দেখলাম আওয়ামী লীগের বিরুদ্ধে জোট গঠন করা হবে। জোট করে তারা আন্দোলন করবেন। আন্দোলন করবে ভালো কথা। গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু আন্দোলনের নামে কেউ যদি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

তিনি বলেন, ২০১৩, ২০১৪, ২০১৫ এর মতো হরতাল অবরোধের নামে অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুসারে। আর সরকার পরিচালনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়