শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৭:৪১ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতার মেয়রকে তিরস্কার করলেন মমতা

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: কলকাতার মেয়র  শোভন চট্টোপাধ্যায়কে তিরস্কার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সব সহকর্মীর সামনেই প্রশ্নচ্ছলে শোভনবাবুকে এ ভাবে বিদ্রুপ ও তিরস্কার করেন মুখ্যমন্ত্রী।মমতা বলেন,  সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কিনা কলকাতার মেয়র এ  বিষয়ে ভৎর্সনা করেন তিনি।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে  পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে অশান্তি সৃষ্টি হলে ক্যানিং ও কুলতলিতে অশান্তির ঘটনার কথা টেনে শোভনবাবুকে তীব্র তিরস্কার করেন মমতা। মমতা বলেন, পদাধিকারবলে দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে  পঞ্চায়েত বিষয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ করেন তিনি। এসময় তিনি সরাসরি শোভন চট্টোপাধ্যায়কে বলেন, ‘ব্যক্তিগত জীবনের প্রয়োজন রয়েছে সেই সঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক ভূমিকাও তো আছে। এই অবস্থায় তিনি ‘প্রেম’ করবেন, নাকি দল করবেন এবং সরকারি দায়দায়িত্ব ঠিকমতো সামলানোর চেষ্টা করবেন?’

দীর্ঘদিন ধরেই শোভন চট্টোপাধ্যায়কে তার প্রেম বিষয়ে নানা ভাবে সতর্ক করে দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী।এমনকি মন্ত্রিসভার শেষ রদবদলে তার হাতে থাকা তিনটি দফতরের মধ্যে একটির দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের সময় জেলায় দলের সাংগঠনিক কাজকর্ম থেকেও দূরে রাখা হয় তাঁকে। আনন্দবাজার

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়