শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৭:২৫ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবল বর্ষণে দিল্লিতে হাটুপানি, তীব্র যানজটে বিপর্যস্ত জনজীবন

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ভারতের রাজধানী দিল্লি ও গুড়গাঁওয়ে প্রবল বর্ষণে তলিয়ে গেছে বিভিন্ন রাস্তাঘাট। এরফলে দিল্লি বিমানবন্দর, কেন্দ্রীয় দিল্লি, আরকে পুরমের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর ৩টার পরপর প্রচণ্ড বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হয়। এমনকি অনেক এলাকায় খারাপ আবহাওয়ার কারণে এবং প্রচণ্ড বৃষ্টিপাতে গাছের ডালপালা ভেঙে যাওয়ায় এলাকাগুলোতে স্কুল ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গুড়গাঁওয়ের এসিসট্যান্ট পুলিশ কমিশনার  হীরা সিং জানান, গুড়গাঁওয়ের হিরো হোন্ড চকে হাঁটু পানি জমেছে। এছাড়াও দিল্লি মেট্রো সার্ভিসও ভেরেঙ্গ পড়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন ছবিতে দেখা যায়, গাড়ি ও মোটরসাইকেল প্রায় কোমরপানিতে ডুবে যাওয়া সড়ক দিয়ে চলছে। প্রবল বর্ষণে সড়কে পানি জমে যাওয়ায় ও যানজটে নাকাল হয়ে গুড়গাঁওয়ের অনেক স্কুল শিক্ষার্থীকে অভিভাবকসহ বাড়ি ফিরে আসতে দেখা যায়।

এনডিটিভি জানিয়েছে, গতকাল সোমবার আগস্টের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ৪৯.৬ মি.মি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি। আবহাওয়া দফতর সতর্ক করে দিয়ে বলেছে, বৃহস্পতিবার পর্যন্ত বর্ষণ অব্যাহত থাকতে পারে। প্রবল বর্ষণে পানি জমে যাওয়ায় দিল্লি-জয়পুর-মুম্বাই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।  এনডিটিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়