শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৬:২৯ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ !

ইসমাঈল হুসাইন ইমু : ডিবি পরিচয়ে তুলে নেয়ার তিন মাস পার হলেও খোঁজ মেলেনি মিরপুরের মোহন মিয়ার। তার সন্ধান চেয়ে বাবা জমশেদ আলী ও মা নাছিমা বেগম সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জমশেদ আলী বলেন, স্থানীয় র‌্যাবের সোর্স শ্যামলের সঙ্গে তাদের বিরোধ ছিল। এর জের ধরে তার ছেলে মোহন মিয়াকে গত ১০ জুন রাতে পৌনে ১১টার দিকে মাইক্রোবাসে সাদা পোশাকধারী ডিবি পরিচয়ের লোকজন তুলে নিয়ে যায়। এরপর থানা পুলিশ ডিবি কার্যালয় ও র‌্যাবের বিভিন্ন দফতরে ঘুরে তার খোঁজ মেলেনি। ঘটনার একমাস পর গত ১২ জুলাই হাফিজ নামের এক সদস্যে স্থানী বাবুর মাধ্যমে মোহানকে ছাড়িয়ে আনার কথা বলে নগদ ২ লাখ টাকা নেয়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, শ্যামলই এ কাজটি করিয়েছে। এর আগে তার জমি দখলের চেষ্টা করেছিল শ্যামল। সে এলাকায় সকলের কাছে ডিবি-র‌্যাবের সোর্স পরিচয় দেয়। শ্যামলই প্রশাসনকে ব্যবহার করে তার ছেলেকে গুম করেছে বলে তার ধারণা। ছেলের খোঁজ পেতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে মোহনের মা নছিমা বেগম, বোন শান্তা আক্তার পুতুলসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়