শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৬:০৮ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র মেক্সিকোর মধ্যে নাফটা চুক্তি স্বাক্ষর ট্রাম্পের সন্তুষ্টি

কায়কোবাদ মিলন: যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো নাফটা চুক্তি সংস্কারে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রকৃত পক্ষেই একটা ভাল চুক্তি হয়েছে।
এ আলাপচারিতার পর টেলিভিশনে দেয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো দুইদেশই একটি সমঝোতায় পৌঁছেছে। এরমধ্যে একটি ‘অবিশ্বাস্য’ এবং অনেক বেশি স্বচ্ছ একটি চুক্তি সম্পাদিত হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

তবে, বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা গেছে মঙ্গলবার নাফটা চুক্তির অন্তর্গত অপরদেশ কানাডাও এ আলোচনায় যোগ দেবে। বিবিসি জানিয়েছে, যদিও অটো ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইস্যুতে তিন দেশের এ চুক্তি থাকবে কিনা তা নিয়ে বেশ চাপের মুখে রয়েছে কানাডা।

তবে নতুন করে ঢেলে সাজানো এ চুক্তি কানাডা অংশ নেবে কি না, এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে কানাডার সাথে নতুন করে চুক্তি সম্পাদন করা হবে। দরকার হলে শুধু যুক্তরাষ্ট্র ও মেক্সিকোই চুক্তিতে থাকবে, প্রয়োজন হলে এ চুক্তির নামেও পরিবর্তন আসতে পারে। এমনকি এ বিষয়ে কানাডার ওপর শুল্কারোপের হুমকিও দিয়েছেন তিনি।
ট্রাম্প বরাবরই বলে আসছিলেন, ১৯৯৪ সালের এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার দরকার আছে । কেননা, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র বাণিজ্যের ক্ষেত্রে মার খাচ্ছে। বিশেষ করে তাদের গাড়ি শিল্প। চাকরির বাজারেও যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
জানা গেছে ,নতুন চুক্তির পর যুক্তরাষ্ট্রে শেয়ারের মূল্য এবং মেক্সিকোর পেসোর দাম বেড়েছে।
এদিকে মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ডিসেম্বরে ক্ষমতা নেবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচকরা চাইছেন, তার আগেই নাফটার সংস্কার তারা করে ফেলবেন। একটি সূত্র মতে, নাফটার তিন দেশই এর সাথে সম্পৃক্ত থাক এটাই সকলের প্রত্যাশা। প্রকৃতপক্ষে এহেন মনোভাব নিয়েই নাফটা গঠণ করা হয়েছিল। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়