শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৬:০১ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড সফরে গিয়ে ভালো সময়ই কাটছে আফগানিস্তানের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এরপর ওয়ানডে সিরিজের শুরুটাও দারুণভাবে করেছে আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পেয়েছে ২৯ রানের জয়। ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৮ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ডের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। প্রথম সাত ওভারের মধ্যে মাত্র ২৫ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই ও ইহসানুল্লাহ। তবে এরপর শক্ত হাতে দলের হাল ধরেন গুলবদন নাইব ও হাসমতউল্লাহ শাহিদি। দুজনেই খেলেছেন অর্ধশতকের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস এসেছে নাইবের ব্যাট থেকে। আর ৫৪ রান করেছেন শাহিদি। ২৯ রান করেছেন রহমত শাহ। ২৫ রানের ইনিংস এসেছে অধিনায়ক আসগর আফগানের ব্যাট থেকে। আয়ারল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করে চারটি উইকেট শিকার করেছেন টিম মুরতাগ।

২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াইটা ভালোই চালিয়েছিল আয়ারল্যান্ড। শুরুটা ধীরগতিতে করলেও অ্যান্ডি বালবার্নির ৫৫ রানের ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু তাকে খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অন্য কোনো ব্যাটসম্যানই। সাত নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন শুধু গ্যারি উইলসন। ২২ রান এসেছে কেভিন ও’ব্রায়েনের ব্যাট থেকে। এ ছাড়া আয়ারল্যান্ডের অন্য কোনো ব্যাটসম্যানই করতে পারেননি ২০-এর বেশি রান। ৯ বল বাকি থাকতেই ১৯৮ রানে গুটিয়ে গেছে আইরিশ ইনিংস।

আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন রশিদ খান, মোহাম্মদ নবী ও আফতাব আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়