শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৪:৩১ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমা হলেও বিশ্বকাপের খেলা দেখাতে চায় আইসিসি

স্পোর্টস ডেস্ক: অর্থের জন্য কি সত্যি সত্যি পাগল হয়ে গেলো ক্রিকেটের আন্তর্জাতিক অভিভাবক সংস্থা আইসিসি। না হয়, তারা কেন হঠাৎ করে বিশ্বকাপ ক্রিকেটের খেলাগুলো সিনেমা হলেও বিক্রি করার উদ্যোগ নিলো! টিভি, অনলাইন, সোশ্যাল মিডিয়া স্বত্ত্ব বিক্রি করার পর এবার তারা মাঠে নেমেছে বিশ্বকাপের ম্যাচগুলো সিনেমা হলের কাছে বিক্রি করতে।

এ লক্ষ্যে আইসিসি একটি আন্তর্জাতিক দরপত্র, ইনভাইটেশন টু টেন্ডার (আইটিটি) আহ্বান করেছে। ২৭ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিজেরাই জানিয়েছে আইসিসি। এর নাম দেয়া হয়েছে সিনেমা স্ক্রিনিং রাইটস।

প্রতিষ্ঠিত সিনেমা চেইন ব্যবসায়ী, কিংবা ব্যক্তিগত কোনো সিনেপ্লেক্স এবং থিয়েটার কোম্পানিগুলোকে আহ্বান করা হয়েছে এই দরপত্রে অংশ নেয়ার জন্য টেন্ডার জমা দেয়ার জন্য। চাইলে কেউ নির্দিষ্ট কোনো দেশ, কোনো অঞ্চল কিংবা পুরো বিশ্বের সিনেমা হল স্বত্ত্ব কিনে নিতে পারে। এমনকি চাইলে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীও পারে এই স্বত্ত্ব কিনে নেয়ার জন্য। শুধু তাই নয়, মিডিয়া রাইটস এজেন্সিও এই দরপত্রে আহ্বান করতে পারবে বলে জানিয়েছে আইসিসি।

আইসিসির মিডিয়া রাইটস, ব্রডকাস্ট অ্যান্ড ডিজিটালের প্রধান আরতি সিং দেবাস বলেন, ‘২০১৯ বিশ্বকাপ হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর। এ কারণে আইসিসি এবং ওয়ার্ল্ড ক্রিকেট চায় এর সঙ্গে আরও বেশি মানুষের সংযোগ। ক্রিকেটের নিয়মিত সমর্থকের সঙ্গে যেন আরও নতুন নতুন সমর্থক যোগ হতে পারে, সে জন্য ভিন্ন ভিন্ন প্লাটফর্মে ক্রিকেট বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচারের ব্যবস্থা করছে আইসিসি। এ কারণে আমরা নিশ্চিত করতে চাই, সেই ভিন্ন ভিন্ন প্লাটফর্মগুলো, যাতে ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি সবাই সমানভাবে উপভোগ করতে পারে।’

আরতি সিং দেবাস আরও বলেন, ‘সিনেমা স্ক্রিনিং প্রস্তাব হচ্ছে তেমনই একটি ভিন্নমাত্রার চিন্তার উপাদান। যাতে ক্রিকেট বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচারে বৈচিত্র্য আনা যায়। এতে করে সাধারণ মানুষ পরিবারসহ যেন একসঙ্গে বড় স্ক্রিনে বসে খেলা উপভোগ করতে পারে। যেখানে একটি সামাজিক পরিবেশ তৈরি হবে।’

সিনেমা স্ক্রিনিংয়ের জন্য নতুন পার্টনার খুঁজছে আইসিসি। এ লক্ষ্য নিয়ে আরতি সিং দেবাস বলেন, ‘আমরা আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পার্টনারশিপ তৈরি করতে চাই এবং এটা পুরো বিশ্বব্যাপি। যার মাধ্যমে আমরা চাই ক্রিকেট সমর্থকদের মধ্যে আমাদের সংযোগটা আরও বেশি বাড়িয়ে তুলতে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়