শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৪:১৭ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

তপু হারুন, শেরপুর: শেরপুরে মাদক ব্যবসার দায়ে আনিসুর রহমান (৫৩) নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বিকেলে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ওই দণ্ডাদেশ প্রদান করেন। আনিসুর রহমান ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ (বর্তমানে বরখাস্তকৃত)। রায় ঘোষণাকালে আনিসুর আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে জেলা করাগারে পাঠানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারের একটি বাসায় মাদকদ্রব্য হেরোইন বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার তৎকালিন এএসআই রাম প্রসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই বাসায় অভিযান চালান। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যান। কিন্তু ওই বাসায় অবস্থানরত হাসপাতালের কোষাধ্যক্ষ (বর্তমানে বরখাস্তকৃত) আনিসুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। ওই সময় পুলিশ তাঁর নিকট থেকে ৩শ গ্রাম হেরোইন জব্দ করে, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। ওই ঘটনায় থানার এএসআই রাম প্রসাদ বাদী হয়ে আনিসুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত শেষে এসআই মোখলেছুর রহমান ২০১৩ সালের ১৭ জুলাই আসামি আনিসুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে সোমবার আদালত ওই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত পিপি দীপক কুমার মালাকার ও আসামীপক্ষে হরিদাস কর্মকার মামলাটি পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়