শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৩:৪৫ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সিঙ্গেল ডিজিট কার্যকরে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকিং বিভাগকে কঠোর অবস্থানে থাকতে হবে’

আশিক রহমান: সিঙ্গেল ডিজিট কার্যকরে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকিং বিভাগকে কঠোর অবস্থানে থাকতে হবে বলে মনে করেন রুপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে এনে তা কার্যকর করার ক্ষেত্রে ব্যাংকগুলোর গড়িমসি অনাকাঙ্ক্ষিত। ৯ আগস্ট থেকে সব ব্যাংক সুদহার কমিয়ে কার্যকর করার কথা। কিন্তু এখনো যদি কোনো ব্যাংক তা কার্যকর না করে থাকে তাহলে সেটি তাদের দায়িত্ব তা বাস্তবায়ন করা। ইতোমধ্যে ব্যাংকগুলো তাদের ডিপোজিট রেট কমিয়ে দিয়েছে। সব ব্যাংক যদি ডিপোজিট রেট কমিয়ে আনে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ক্ষেত্রে গড়িমসির কোনো যৌক্তিক কারণ নেই। ব্যাকগুলোতে স্প্রেড কোনো অবস্থাতেই ৪-৫ শতাংশের উপরে যাওয়া উচিত নয়। সরকারও বলছে, স্প্রেড ৫ শতাংশ পর্যন্ত যেতে পারে। এর ফলে সিঙ্গেল ডিজিটে ঋণ সুদ রাখা কোনো ব্যাপার নয়।

তিনি আরও বলেন, প্রাইভেট সেক্টরকে বাধ্য করা খুব কঠিন। সে কারণেই হয়তো ব্যাংকগুলো এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে। কিন্তু সরকার যদি কঠোর হয়, গড়িমসি করলেও আল্টিমেটলি তাদেরকে মানতেই হবে এবং ঋণ সুদহার সিঙ্গে ডিজিটে নামিয়ে আনতেই হবে। এতে হয়তো কিছু সময় লাগতে পারে।

ড. আহমদ আল কবির বলেন, ব্যাংকগুলোর অ্যাসোসিয়েশন তো সরকার ও জনগণকে কথা দিয়েছে ঋণ সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে নিয়ে আসবে। এটা তাদের বাস্তবায়ন করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়