শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৬:০৩ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে মুখোমুখি ছাত্রদলের পদপ্রাপ্ত ও বঞ্চিতরা

নিউজ ডেস্ক: বরিশালে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত ছাত্রদল নেতৃবৃন্দ ও সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত ১৯ আগস্ট রাতে ঘোষিত ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত একাধিক ছাত্রদল নেতা সদ্যঘোষিত কমিটিকে অবৈধ আখ্যায়িত করে তা বাতিল এবং নতুন করে রাজপথে থাকা ত্যাগী ছাত্রনেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার দাবিতে আন্দোলন করছেন। পদপ্রাপ্ত নেতারা বলছেন, কেন্দ্র ঘোষিত কমিটি বাতিলের ক্ষমতা কেন্দ্রেরই এবং তাদের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রকাশ্যে এভাবে আন্দোলন করা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী।

ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন রাজনৈতিক মামলা ও কারাবরণের ভুক্তভোগী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, ছাত্রনেতা সোহেল রাঢ়ী, আরিফুর রহমান মুন্নার নেতৃত্বে বিক্ষব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

তারা বলছেন, ঘোষিত কমিটিতে রাজনৈতিক হামলা, মামলা, পুলিশি হয়রানি ও নির্যাতনের শিকার ত্যাগী কর্মীদের উপেক্ষা ও অবমূল্যায়ন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদল নেতারা বলেন, কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান শুধু যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ারের নিজস্ব লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আগামীতে নিজ এলাকা হিজলা-মেহেন্দিগঞ্জে (বরিশাল-৪) নির্বাচন করার জন্য নিজের পছন্দের লোক নিয়ে কমিটি করে তা চাপিয়ে দিয়ে ত্যাগী ছাত্রনেতাদের নতুন কমিটি থেকে বঞ্চিত করেছে।

বিদ্রোহী গ্রুপের সাইফুল ইসলাম সুজন বলেন, সদ্য ঘোষিত পকেট কমিটি বাতিল করে ১/১১ এবং পরবর্তী সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামে রাজপথে অগ্রভাগে থাকা পুলিশি নির্যাতন হামলা-মামলার শিকার হওয়া ছাত্রনেতাদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি করতে হবে।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার বক্তব্য, জেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে দীর্ঘদিন বরিশালের রাজনৈতিক অঙ্গনে অনুপস্থিত থাকা জেলা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক এবং বরিশাল মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের ফার্মের স্টাফ মাহফুজুল আলম মিঠুকে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে জেলা সম্পাদককে মোটর সাইকেলে পরিবহন করা তারিক আল ইমরানকে। এভাবে সংগঠনের জন্য ত্যাগ তিতিক্ষার বদলে ব্যক্তি সেবা প্রদান এবং তোষামোদকারীদের নিয়ে কমিটি করা হয়েছে।

অন্যদিকে সদ্য ঘোষিত নতুন কমিটির জেলা সভাপতি মাহফুজুর রহমান মিঠু বলেছেন, সাংগঠনিক বিষয়ে মতভেদ ধাকলে তা সাংগঠনিক ফোরামেই উপস্থাপন করতে হয়। এভাবে প্রকাশ্যে অভ্যন্তরীণ মতভেদ তুলে ধরা হলে তাতে দলের বিরোধী রাজনৈতিক গোষ্ঠীই লাভবান হবে এবং প্ররোচিত করবে।

ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মজিবর রহমান সরওয়ার বলেন, সংগঠনের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কিন্ত তা সাংগঠনিক ফোরামেই তুলে ধরতে হবে। অঙ্গ সংগঠনের ব্যাপারে মূল সংগঠন নিয়ন্ত্রক নয়, অভিভাবকের ভূমিকা পালন করে।

২০০০ সালের পর ২০১৮-এর ১৯ই আগস্ট কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরে বরিশাল জেলা ও মহানগরের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে সেই কমিটিতে পদবঞ্চিতরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের বাসভবন এবং দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ, দলীয় কার্যালয়ে তালা, ঝাড়ু মিছিল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কুশপুত্তলিকা ও ছবিতে অগ্নিসংযোগ, বরিশালে অবাঞ্চিত ঘোষণা করাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। অন্যদিকে পদপ্রাপ্তরা তাদের সমর্থকদের নিয়ে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ করেছে।সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়