শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ১০:৩০ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চালকের যোগ্যতা শিথিল

ডেস্ক রিপোর্ট : ভারী ও মাঝারি ড্রাইভিং লাইসেন্স না থাকলেও চালকদের বিরুদ্ধে কার্যত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে না। সরকারের নতুন সিদ্ধান্তে বাস, ট্রাক ও লরির মতো ভারী যানবাহন চালানোর সুযোগ পেলেন মাঝারি যানবাহনের লাইসেন্সধারী চালকরা। প্রাইভেটকারসহ ছোট যানবাহনের চালকরা চালাতে পারবেন মাঝারি যানবাহন। এক্ষেত্রে চালককে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন নিতে হবে। দেশে চালকের সংকট থাকায় আগামী ৩১ ডিসেম্বর চালকের যোগ্যতার শর্ত শিথিল করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন
ও মহাসড়ক বিভাগ। গতকাল সোমবার ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। মূলত পরিবহন নেতাদের চাপে নতিস্বীকার করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশে ভারী ও মধ্যম শ্রেণির মোটরযানের তুলনায় ভারী ও মধ্যম মানের ড্রাইভিং লাইসেন্সধারী চালকের সংখ্যা অপ্রতুল। যাত্রী ও পণ্যবাহী মোটরযানের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখার স্বার্থে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, প্রাইভেটকার, মাইক্রোবাস, জিপ, ছোট ডেলিভারি ভ্যানসহ এ জাতীয় গাড়ি হালকা যানবাহন হিসেবে গণ্য। মিনিবাস, মিনিট্রাক জাতীয় গাড়ি মাঝারি ও বাস, ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাঙ্কলরি জাতীয় গাড়ি ভারী যানবাহন হিসেবে বিবেচনা করা হয়। গাড়ির মান অনুযায়ী লাইসেন্সধারী চালক থাকার আইনি বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ ট্রাক, লরি, বাসের জন্য ভারী যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্সধারী চালক থাকতে হবে। এ শর্ত শিথিল করা হলো। এর ফলে মিনিবাসের চালক বড় বাস ও ট্রাক চালানোর সুযোগ পেলেন। প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালক মিনিবাস চালাতে পারবেন।
এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, গণপরিবহনে ড্রাইভার হিসেবে নিয়োজিত যে ব্যক্তির হালকা মোটরযান চালানোর বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং ওই লাইসেন্সের মেয়াদ ন্যূনতম এক বছর পার হয়েছে, সেই ব্যক্তি তার লাইসেন্স মধ্যম শ্রেণির মোটরযান সংযোজনের জন্য লাইসেন্স কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। একইভাবে মধ্যম শ্রেণির মোটরযান চালনায় বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীর মেয়াদ এক বছর পূর্ণ হলে তিনি ভারী মোটরযান সংযোজনের জন্য আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্সে মাঝারি বা ভারী মোটরযান সংযোজনের ক্ষেত্রে অন্যান্য প্রচলিত বিধিবিধান অনুসরণ করা হবে।
এতে আরও বলা হয়, মোটরযান চালানোর ক্ষেত্রে ট্রাফিক আইন, সাইন-সিগন্যাল, বিধি-বিধান ও প্রচলিত সরকারি নিয়ম-নীতি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার কথাও বলা হয়েছে।
সূত্র : আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়